Anushka Sharma: মেয়েকে কোলে নিয়েই চষে বেড়ালেন কলকাতা, কেউ চিনতেই পারলেন না অনুষ্কাকে!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 30, 2022 | 11:15 AM

Anushka Sharma: এলেন, ঘুরলেন, শুটিং করলেন আর জমিয়ে করলেন খাওয়াদাওয়া-- আপনি যে দোকানে ফুচকা খাচ্ছিলেন সেই দোকানে দাঁড়িয়েই হয়তো অনুষ্কাও কিনছিলেন তাঁর প্রিয় খাবারটি। অথচ বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সাজপোশাক দেখে তো চেনারই উপায় ছিল না তিনি খোদ অনুষ্কা শর্মা। স্বল্প কয়েকদিনের শুটিং সফরে কলকাতাকে জমিয়ে উপভোগ করলেন অভিনেত্রী।

1 / 7
এলেন, ঘুরলেন, শুটিং করলেন আর জমিয়ে করলেন খাওয়াদাওয়া-- আপনি যে দোকানে ফুচকা খাচ্ছিলেন সেই দোকানে দাঁড়িয়েই হয়তো অনুষ্কাও কিনছিলেন তাঁর প্রিয় খাবারটি। অথচ বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সাজপোশাক দেখে তো চেনারই উপায় ছিল না তিনি খোদ অনুষ্কা শর্মা। স্বল্প কয়েকদিনের শুটিং সফরে কলকাতাকে জমিয়ে উপভোগ করলেন অভিনেত্রী।

এলেন, ঘুরলেন, শুটিং করলেন আর জমিয়ে করলেন খাওয়াদাওয়া-- আপনি যে দোকানে ফুচকা খাচ্ছিলেন সেই দোকানে দাঁড়িয়েই হয়তো অনুষ্কাও কিনছিলেন তাঁর প্রিয় খাবারটি। অথচ বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সাজপোশাক দেখে তো চেনারই উপায় ছিল না তিনি খোদ অনুষ্কা শর্মা। স্বল্প কয়েকদিনের শুটিং সফরে কলকাতাকে জমিয়ে উপভোগ করলেন অভিনেত্রী।

2 / 7
কখনও বেলুড় আবার কখনও বা কালীঘাট-- সাদামাঠা পোশাকেই মেয়েকে কোলে নিয়ে গঙ্গায় পা ভেজালেন অভিনেত্রী।

কখনও বেলুড় আবার কখনও বা কালীঘাট-- সাদামাঠা পোশাকেই মেয়েকে কোলে নিয়ে গঙ্গায় পা ভেজালেন অভিনেত্রী।

3 / 7
এখানেই কি শেষ? কালীঘাট মন্দিরের সামনে ভামিকাকে কোলে নিয়ে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে রইলেন ঠায়। এই ভামিকার ছবির জন্যেই হন্যে হয়ে ঘুরছে পাপারাৎজি। অথচ কেউ বুঝতেই পারলেন না অনুষ্কা রয়েছেন দাঁড়িয়ে। ফাঁকি দিলেন সকলকেই।

এখানেই কি শেষ? কালীঘাট মন্দিরের সামনে ভামিকাকে কোলে নিয়ে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে রইলেন ঠায়। এই ভামিকার ছবির জন্যেই হন্যে হয়ে ঘুরছে পাপারাৎজি। অথচ কেউ বুঝতেই পারলেন না অনুষ্কা রয়েছেন দাঁড়িয়ে। ফাঁকি দিলেন সকলকেই।

4 / 7
এই কয়দিনের শুটিংয়ে কলকাতার খাবারে মন মজেছিল অনুষ্কার। কখনও ঝালমুড়ি আবার কখনও বা মিষ্টি-- বাদ ছিল না কিছুই।

এই কয়দিনের শুটিংয়ে কলকাতার খাবারে মন মজেছিল অনুষ্কার। কখনও ঝালমুড়ি আবার কখনও বা মিষ্টি-- বাদ ছিল না কিছুই।

5 / 7
প্যারামাউন্টের সরবৎ, কচুরি-তরকারি... অনুষ্কার পাতজুড়ে ছিল বাংলা ও বাঙালির স্বাদ। ডায়েটিং তখন চুলোয় যাক। হাজির ছিল বেকড রসগোল্লা। এমনকি চাটনি দিয়ে শিঙাড়াও।

প্যারামাউন্টের সরবৎ, কচুরি-তরকারি... অনুষ্কার পাতজুড়ে ছিল বাংলা ও বাঙালির স্বাদ। ডায়েটিং তখন চুলোয় যাক। হাজির ছিল বেকড রসগোল্লা। এমনকি চাটনি দিয়ে শিঙাড়াও।

6 / 7
ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকে নামভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা। ওই ছবির প্রযোজকও তিনি। ওই ছবির শুটেই তিনি হাজির হয়েছিলেন কলকাতায়।

ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকে নামভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা। ওই ছবির প্রযোজকও তিনি। ওই ছবির শুটেই তিনি হাজির হয়েছিলেন কলকাতায়।

7 / 7
ভালই কাটল তাঁর কলকাতা সফর। একই সঙ্গে ফাঁস হয়ে গেল ঝুলন রূপে অনুষ্কার লুকও।

ভালই কাটল তাঁর কলকাতা সফর। একই সঙ্গে ফাঁস হয়ে গেল ঝুলন রূপে অনুষ্কার লুকও।

Next Photo Gallery