Anushka Sharma: মেয়েকে কোলে নিয়েই চষে বেড়ালেন কলকাতা, কেউ চিনতেই পারলেন না অনুষ্কাকে!
Anushka Sharma: এলেন, ঘুরলেন, শুটিং করলেন আর জমিয়ে করলেন খাওয়াদাওয়া-- আপনি যে দোকানে ফুচকা খাচ্ছিলেন সেই দোকানে দাঁড়িয়েই হয়তো অনুষ্কাও কিনছিলেন তাঁর প্রিয় খাবারটি। অথচ বলিউডের প্রথম সারির অভিনেত্রীর সাজপোশাক দেখে তো চেনারই উপায় ছিল না তিনি খোদ অনুষ্কা শর্মা। স্বল্প কয়েকদিনের শুটিং সফরে কলকাতাকে জমিয়ে উপভোগ করলেন অভিনেত্রী।