দিনের শেষে ইশান্তের জোড়া উইকেট! কিছুটা হাঁফ ছাড়লেন বিরাট

চেন্নাই: চিপকের দ্বিতীয় দিন যতই পাঁচ উইকেট ফেলতে পারুক ভারত, শেষ বেলায় ইশান্ত শর্মার (Ishant Sharma)দুটো উইকেট বিরাট কোহলিদের ম্যাচে ফিরিয়েছিল। শাহবাজ নাদিম(Shahbaz Nadim) বলেই দিচ্ছেন, ‘ইশান্তের দুটো উইকেট কিন্তু টিমের কাছে খুব মূল্যবান। ও বাটলার(Jose Buttler) আর আর্চারকে(Jofra Archer) ফিরিয়েছিল। যদি সেটা না হত, তা হলে কিন্তু টেলএন্ডার নয়, ইংল্যান্ডের দু’জন ব্যাটসম্যান দিনের শেষে […]

দিনের শেষে ইশান্তের জোড়া উইকেট! কিছুটা হাঁফ ছাড়লেন বিরাট
ইশান্তের জোড়া উইকেটে দিনের শেষে খানিক স্বস্তি সৌঃ বিসিসিআই
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 8:41 PM

চেন্নাই: চিপকের দ্বিতীয় দিন যতই পাঁচ উইকেট ফেলতে পারুক ভারত, শেষ বেলায় ইশান্ত শর্মার (Ishant Sharma)দুটো উইকেট বিরাট কোহলিদের ম্যাচে ফিরিয়েছিল। শাহবাজ নাদিম(Shahbaz Nadim) বলেই দিচ্ছেন, ‘ইশান্তের দুটো উইকেট কিন্তু টিমের কাছে খুব মূল্যবান। ও বাটলার(Jose Buttler) আর আর্চারকে(Jofra Archer) ফিরিয়েছিল। যদি সেটা না হত, তা হলে কিন্তু টেলএন্ডার নয়, ইংল্যান্ডের দু’জন ব্যাটসম্যান দিনের শেষে ক্রিজে থেকে যেত। ইশান্তের জন্যই আমরা কিন্তু কিছুটা হলেও ম্যাচে ফিরেছি।’ বাঁ হাতি স্পিনার নাদিমও নিয়েছেন দুটো উইকেট। সকালে ভয়ঙ্কর হয়ে ওঠা বেন স্টোকসকে ফেরত পাঠিয়েছেন তিনি। পরে ডাবল সেঞ্চুরি করা জো রুটকে (Joe Root)। স্টোকস কিংবা রুট যদি ক্রিজে থেকে যেতেন পরিস্থিতি আরও জটিল হতে পারত ভারতের জন্য। নাদিম বলেছেন, ‘এই উইকেটে জায়গায় জায়গায় বল করাটাই ছিল একমাত্র লক্ষ্য। তার কারণ, এই পিচে উইকেটের জন্য ছুটতে গেলে কিন্তু যে কোনও স্পিনারকে মার খেতে হবে। যে কারণে বলটা শুধু জায়গায় রাখার চেষ্টা করেছিলাম। যাতে ব্যাটসম্যান ভুল করে আর উইকেট দেয়।’ রুটের জন্য কী পরিকল্পনা ছিল? নাদিম বলছেন, ‘স্পিনের বিরুদ্ধে রুট খুব ভালো ব্যাটসম্যান। সুইপটা চমত্‍কার মারে। কেউ যখন সুইপ মারতে শুরু করে তার বিরুদ্ধে বল করাটা সব সময় কঠিন। তাই ওর বিরুদ্ধে স্টাম্পে বল রাখাটা জরুরি ছিল। সেটাই করার চেষ্টা করেছি।’ বাকি দু’দিনে চিপকের উইকেটে বিরাট পরিবর্তন দেখা যাবে না। নাদিমের কথায়, ‘উইকেটে বিরাট কিছু বদল হয়নি। উইকেটে স্রেফ কিছু রাফ তৈরি হয়েছে। আর সেটা ব্যাটসম্যানের লেগ সাইডে। ওটা কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তবে উইকেটের মাঝখানটা কিন্তু ঠিকঠাক আছে। এই পিচ ব্যাটিং করার জন্য আদর্শ। আমার তো মনে হয়, আমাদের ব্যাটসম্যানরা বড় রান করতে পারবে।’