Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt-Ranbir Kapoor: আলিয়া-রণবীর-এর নতুন বিয়ের তারিখ ঠিক হল!

Alia Bhatt-Ranbir Kapoor: কাপুর আর ভাট পরিবার ঠিক করে নিয়েছেন, আর দেরি নয়, এবার আলিয়া-রণবীরকে বিয়ে দিতেই হবে। দু’জনের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও।

Alia Bhatt-Ranbir Kapoor:  আলিয়া-রণবীর-এর নতুন বিয়ের তারিখ ঠিক হল!
আলিয়া-রণবীর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2022 | 7:45 PM

টিনসেল টাউনে জোর খবর আলিয়া ভাট, রণবীর কাপুর বিয়ে করতে চলেছেন। এই নিয়ে বেশ কয়েকবার খবরটা বেরিয়েছে। আর প্রতিবারই তাঁরা অনুরাগীদের আশাহত করেছেন। মহামারীর কারণে তাঁরা ২০২১ সালে বিয়ে পিছিয়েছিলেন। তারপর শোনা গিয়েছিল ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করবেন। কিন্তু সেই তারিখও শেষ পর্যন্ত বদলে যায়। শেষ পাওয়া খবর ছিল এ বছর ডিসেম্বর মাসে তাঁরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

আলিয়া-রণবীরকে প্রায়শই একসঙ্গে পাওয়া যায় বিভিন্ন জায়গায়। এমনকী দুই পরিবারের পারিবারিক অনুষ্ঠানেও থাকেন দু’জনে। কিন্তু বিয়ের প্রসঙ্গ এলেই তা ভেস্তে যাচ্ছে শেষ পর্যন্ত। দুই পরিবারও এই বিষয়ে খুব অবাক। হতাশ দুইজনের অনুরাগীরাও। ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’ মুক্তি পেয়েছে। ‘ব্রাক্ষ্মাস্ত্র’ ছবির মুক্তির দিনও ঘোষিত হয়ে গিয়েছে (রণবীর-আলিয়ার বিয়ের মত, এই ছবির মুক্তির দিনও ক্রমাগত পিছোচ্ছে, এবার অবশেষে দিন ঠিক হয়েছে ৯ সেপ্টেম্বর, ২০২২), এত কিছুর পর আবার সকলের মধ্যে গুঞ্জন শুরু কবে করবেন বিয়ে তাঁরা? ডিসেম্বরে কি শেষপর্যন্ত হচ্ছে? এর মধ্যে গতকাল রাতে দু’জনকে ডিনার ডেটে পাওয়া যায় মুম্বইয়ের একটি রেস্তোরাঁতে। ব্যস শুরু হয়ে যায় জল্পনা, এবার বোধহয় গাঁটছড়াটা পরতেই চলেছে দু’জনের মধ্যে।

অন্যদিকে দ্য ইকোনমিক টাইমস সূত্রে খবর বেরিয়েছে, ডিসেম্বর নয়, এ বছর অক্টোবরেই না কি চারহাত এক হতে চলেছে। কাপুর আর ভাট পরিবার ঠিক করে নিয়েছেন, আর দেরি নয়, এবার আলিয়া-রণবীরকে বিয়ে দিতেই হবে। দু’জনের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও। কারণ আলিয়া এবার পাড়ি দিচ্ছেন হলিউডে। রণবীরেরও রয়েছে একের পর এক প্রজেক্ট। তার মধ্যেই দুই পরিবার চায় অক্টোবরেই বিয়ে পর্ব সেরে নিতে।

একটি সূত্রের খবর বলছে, কেউই বুঝতে পারছে না, কেন এঁদের বিয়ের দিন বার বার পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে মুম্বইয়ের পালি হিলসের কৃষ্ণা রাজের বাড়িটির সংস্কারের কাজ চলছে। আরও প্রায় ১৮ মাস লাগবে তৈরি হতে। সূত্র বলছে, ওই বাড়িটি তৈরি হলে দু’জনে ওখানেই সংসার পাতবেন।

আরও পড়ুন: Salman Khan-Mother Teresa: নারী দিবসে সলমন খানের মাদার টেরেজাকে শ্রদ্ধাঞ্জলি

আরও পড়ুন: Lara Dutta-The Matrix: ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির কাজ ছেড়ে দিয়েছিলেন লারা দত্তা, কিন্তু কেন?

আরও পড়ুন: Amrita Rao-RJ Anmol: কেন অমৃতা রাও নিজের বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন ?