৩ ম্যাচ নির্বাসিত সাকিব

raktim ghosh |

Jun 12, 2021 | 10:44 PM

গোটা ঘটনায় ম্যাচ রেফারি রিপোর্ট জমা দেন। যেই রিপোর্টে সাকিবের কুকীর্তির কথা লেখা রয়েছে। ঢাকা মেট্রোপলিসের ক্রিকেট কমিটির কাছে রিপোর্ট জমা পড়ার পরেই ৩ ম্যাচ সাকিবকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার সঙ্গে আর্থিক জরিমানা।

৩ ম্যাচ নির্বাসিত সাকিব
৩ ম্যাচ নির্বাসিত সাকিব

Follow Us

ঢাকাঃ ঢাকা প্রিমিয়ার লিগে(DHAKA PREMIER LEAGUE) মাঠে অভব্য আচরণের জন্য বড় শাস্তি সাকিব আল হাসানকে(SHAKIB AL HASAN)। ৩ ম্যাচ নির্বাসিত(BANNED) করা হল বাংলাদেশের(BANGLADESH) এই তারকা ক্রিকেটারকে। তার সঙ্গে জরিমানা ৫ হাজার ৮০০ ইউএস ডলার জরিমানা করা হল তাঁকে।শুক্রবার  আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং(MOHAMMEDAN SPORTING)। সেই ম্যাচে আবাহনীর ইনিংস চলাকালীন দু’বার মেজাজ হারান সাকিব আল হাসান। প্রথমে  স্টাম্পে লাথি মারেন। পরে নিজেই স্টাম্প উপড়ে ফেলে দেন।

গোটা ঘটনায় ম্যাচ রেফারি রিপোর্ট জমা দেন। যেই রিপোর্টে সাকিবের কুকীর্তির কথা লেখা রয়েছে। ঢাকা মেট্রোপলিসের ক্রিকেট কমিটির কাছে রিপোর্ট জমা পড়ার পরেই ৩ ম্যাচ সাকিবকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার সঙ্গে আর্থিক জরিমানা।

ঠিক কী ঘটেছিল শুক্রবার? আবাহনীর পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিরুদ্ধে আম্পায়ার ইমরান পারভেজের কাছ থেকে একটি এলবিডব্লুর আবেদন করেন সাকিব। কিন্তু পারভেজ সেই আবেদনে সাড়া দেননি। আর তাতেই প্রথমে মেজাজ হারান মহামেডানের সাকিব। তার পরই হঠাৎ লাথি মারেন স্টাম্পে।

এরপর আরও একটি কাণ্ড ঘটান বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটার।  পরের ওভারেই বৃষ্টি শুরু হওয়ায়   খেলা বন্ধ করার নির্দেশ দেন আম্পায়ার। ফের মেজাজ হারিয়ে সাকিব নিজের হাতে স্টাম্প উপড়ে ফেলেন।  বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা চলে সাকিব ও আম্পায়ারের মধ্যে। এরপর ড্রেসিংরুমে ফেরার সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গেও বিতর্কে জড়ান সাকিব। অন্য ক্রিকেটারদের হস্তক্ষেপে ঝামেলা মেটে। গোটা ঘটনার জন্য সাকিব ক্ষমা চাইলেও শাস্তির হাত থেকে বাঁচতে পারলেন না বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। যার ফল ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম,নবম ও দশম রাউন্ডে পাওয়া যাবেনা সাকিব আল হাসানকে।

Next Article