Deepika Padukone: জনের একটা ভুলেই শোচনীয় অবস্থা, প্রকাশ্যেই ক্যামেরাবন্দি হয় দীপিকার অন্তর্বাসের ছবি!

John Abraham: জন আব্রাহামের একটা ভুল। আর তাতেই রীতিমতো হেনস্থা হতে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। ভাইরাল হয়ে গিয়েছিল ব্যক্তিগত ছবিও। কী ঘটেছিল ২০১১ সালের এক সন্ধেয়?

Aug 16, 2022 | 7:30 AM
TV9 Bangla Digital

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 16, 2022 | 7:30 AM

জন আব্রাহামের একটা ভুল। আর তাতেই রীতিমতো হেনস্থা হতে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। ভাইরাল হয়ে গিয়েছিল ব্যক্তিগত ছবিও। কী ঘটেছিল ২০১১ সালের এক সন্ধেয়?

জন আব্রাহামের একটা ভুল। আর তাতেই রীতিমতো হেনস্থা হতে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। ভাইরাল হয়ে গিয়েছিল ব্যক্তিগত ছবিও। কী ঘটেছিল ২০১১ সালের এক সন্ধেয়?

1 / 5
সে সময় দেশি বয়েজ মুক্তি পাবে। তারই প্রচারে হাজির ছিলেন দীপিকা-জন-অক্ষয়েরা। গোটা ছবি জুড়েই রয়েছে নাচ। আচমকাই জন বেশ উত্তেজিত হয়ে পড়েন।

সে সময় দেশি বয়েজ মুক্তি পাবে। তারই প্রচারে হাজির ছিলেন দীপিকা-জন-অক্ষয়েরা। গোটা ছবি জুড়েই রয়েছে নাচ। আচমকাই জন বেশ উত্তেজিত হয়ে পড়েন।

2 / 5
চলে যান পুরোদস্তুর পার্টি মোডে। দীপিকাকে পাঁজাকোলা করে কোলে তুলে নিতে যাবেন তখনই ঘটে সেই বিপত্তি। চারিদিকে ক্যামেরা তাক করা...

চলে যান পুরোদস্তুর পার্টি মোডে। দীপিকাকে পাঁজাকোলা করে কোলে তুলে নিতে যাবেন তখনই ঘটে সেই বিপত্তি। চারিদিকে ক্যামেরা তাক করা...

3 / 5
দীপিকা পরেছিলেন হাঁটুর ওপর ওয়ান পিস। জন কোলে তুলতেই প্রকাশ্যে বেরিয়ে পড়ে তাঁর অন্তর্বাস। ছবিও মুহূর্তেই হয়ে যায় ক্যামেরাবন্দি। হয়ে যায় ভাইরালও।

দীপিকা পরেছিলেন হাঁটুর ওপর ওয়ান পিস। জন কোলে তুলতেই প্রকাশ্যে বেরিয়ে পড়ে তাঁর অন্তর্বাস। ছবিও মুহূর্তেই হয়ে যায় ক্যামেরাবন্দি। হয়ে যায় ভাইরালও।

4 / 5
দীপিকা অবশ্য রেগে যাননি। তিনি বুঝেছিলেন জন ইচ্ছাকৃত এ কাজ করেননি। তবে দীপিকার ভক্তরা দুষেছিল উপস্থিত পাপারাজ্জিকে। পোশাক কোনও কারণে যদি সরেও যায় তা ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেওয়া কোন ধরনের মানসিকতা, প্রশ্ন ছুড়েছিলেন তাঁরা।

দীপিকা অবশ্য রেগে যাননি। তিনি বুঝেছিলেন জন ইচ্ছাকৃত এ কাজ করেননি। তবে দীপিকার ভক্তরা দুষেছিল উপস্থিত পাপারাজ্জিকে। পোশাক কোনও কারণে যদি সরেও যায় তা ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেওয়া কোন ধরনের মানসিকতা, প্রশ্ন ছুড়েছিলেন তাঁরা।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla