আমরা যখনই দামি কিংবা সবচেয়ে বড় বাড়ির প্রসঙ্গ তুলি, উদাহরণ হিসেবে চলে আসে আন্তিলিয়ার নাম। মুকেশ অম্বানীর বাড়ির নাম। আমাদের দেশে সেটিকেই সবচেয়ে বড় এবং সবচেয়ে দামিও বলা হয়ে থাকে। যদিও এর চেয়েও দামি এবং বড় বাড়ি রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট রেসিডেন্স! ভারতেই রয়েছে এই বাড়ি। তবে সেটিকে বাড়ি বললে ছোট করা হয়। প্যালেস। যার দাম অন্তত ২৪ হাজার কোটি টাকা। ভারতেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই প্যালেস! কে তার মালিক?
আন্তিলিয়া ২৭ তলা বিল্ডিং। তবে সবচেয়ে বড় বাড়ির কথা যেটা বলা হচ্ছে, সেটি বিল্ডিং নয়। গুজরাটের বরোদায় রয়েছে লক্ষী ভিলা নামে এই প্যালেস। গায়কোয়াড় পরিবারের সম্পত্তি এটি। রাজ পরিবারের সম্পত্তি। তথ্য অনুযায়ী, এই প্যালেস বানিয়েছিলেন মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় (তৃতীয়)। বর্তমানে তা সমরজিৎসিং গায়কোয়াড়ের। যিনি রাধিকারাজে গায়কোয়াড়কে বিয়ে করেছেন।
লক্ষী ভিলা প্যালেস নিয়ে কেন এত আলোচনা? তথ্য অনুযায়ী, ৩,০৪,৯২,০০০ স্কোয়ার ফিট এলাকা জুড়ে এই প্যালেস রয়েছে। যুক্তরাজ্যের বাকিংহ্যাম প্যালেস রয়েছে ৮২৮,৮২১ স্কোয়ার ফিট জুড়ে। বলা যায়, বাকিংহ্যাম প্যালেসের চারগুণ! লক্ষী ভিলায় রয়েছে ১৭০টি রুম, গলফ্কোর্সও! ১৮৯০ সালে এই প্যালেস তৈরি হয়েছিল। সেই সময়ের হিসেব অনুযায়ী এর মূল্য ১৮০০০০ পাউন্ড। বর্তমানে ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ হাজার কোটি টাকা। অন্যদিকে, মুকেশ অম্বানীর আন্তিলিয়া ৪৮,৭৮০ স্কোয়ার ফুট জায়গায় তৈরি। যার মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা।