AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tan Remove Tips: ট্যান পড়ে হাত কালো হয়ে গেছে? তাকে চকচকে করে তুলবেন কীভাবে?

Tan Remove Tips: কিছুদিন পরেই দেখা যায় হাতের ত্বক মুখের তুলনায় অনেক বেশি কালো ও রুক্ষ হয়ে গেছে। নিয়মিত কিছু ঘরোয়া উপায় মেনে যত্ন নিলে হাতের ট্যান সহজেই দূর করা সম্ভব। রইল সেই টিপস।

Tan Remove Tips: ট্যান পড়ে হাত কালো হয়ে গেছে? তাকে চকচকে করে তুলবেন কীভাবে?
| Updated on: Jul 20, 2025 | 7:43 PM
Share

রোদে বেরোলেই প্রথম যে জায়গাটা সবচেয়ে বেশি ট্যান পড়ে তা হল আমাসের হাত। আসলে এই গরমে আমরা বেশিরভাগ সময়ে হাফ হাতা জামা পরেই বাইরে যাই। ফলে রোদ সরাসরি এসে পড়ে আমাদের হাতে। অনেকেই মুখের যত্ন নেওয়ার জন্য সানস্ক্রিন বা ময়শ্চারাইজার মাখেন। তবে আমাদের হাত রয়ে যায় অগোচরে। ফলে কিছুদিন পরেই দেখা যায় হাতের ত্বক মুখের তুলনায় অনেক বেশি কালো ও রুক্ষ হয়ে গেছে। নিয়মিত কিছু ঘরোয়া উপায় মেনে যত্ন নিলে হাতের ট্যান সহজেই দূর করা সম্ভব। রইল সেই টিপস।

১. লেবু ও মধুর প্যাক – লেবুতে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট আছে, আর মধু ত্বক নরম রাখে। আধা চামচ লেবুর রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে হাতে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করলে ট্যান দ্রুত কমবে।

২. বেসন ও দইয়ের মিশ্রণ – ১ চামচ বেসন, ১ চামচ টক দই ও সামান্য হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। হাতের উপর লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ট্যান তুলে ফেলার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে।

৩. আলুর রস ব্যবহার করুন – আলুর রসে রয়েছে প্রাকৃতিক এনজাইম যা দাগ ও ট্যান হালকা করতে সাহায্য করে। কাঁচা আলু কেটে হাতের উপর ঘষুন বা রস বের করে লাগান।

৪. সানস্ক্রিন ব্যবহার – বাইরে বের হওয়ার আগে SPF 30 বা তার বেশি মানের সানস্ক্রিন হাতেও ভালোভাবে লাগান। প্রতি ২-৩ ঘণ্টা পর পর পুনরায় ব্যবহার করুন, বিশেষ করে রোদে থাকলে।

৫. ওটস ও দুধের স্ক্রাব – ওটস গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে স্ক্রাব বানান। হাতের উপরে ঘষে ঘষে লাগান। এটি ডেড স্কিন দূর করে ত্বককে কোমল করে।

৬. অ্যালোভেরা জেল – রাতে ঘুমোবার আগে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। এটি ত্বক ঠান্ডা রাখে, জ্বালা কমায় এবং ট্যান হালকা করে।

৭. গ্লাভস ব্যবহার করুন – রোদে বা বাইকে চলার সময় হাফহাতা জামা ও গ্লাভস পরুন। এতে সরাসরি সূর্যের আলো হাতের ত্বকে লাগবে না, ফলে ট্যানও কম পড়বে।