পন্ডিচেরি একসময় ফরাসিদের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। তার প্রাকৃতিক শোভা দেখার মত আর সঙ্গে মনোরম আবহাওয়া ভ্রমণ পিপাসুদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন। পন্ডিচেরির মত পরিচ্ছন্ন সমুদ্রতট খুব কম দেখা যায়। চারিদিক পাম গাছে ঘেরা শান্ত পরিবেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আসার জন্য আদর্শ। যদি এই ছুটিতে পন্ডিচেরি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে কোথায় কোথায় যেতে পারেন রইল তার তালিকা।
মাহি বিচ
পন্ডিচেরির এই বিচ পাম গাছে মোড়া। শহরের কোলাহল ছাড়িয়ে বিচের শান্ত পরিবেশ মনকে ঠান্ডা করবে। স্বচ্ছ নীল জল, আর সবুজের মিশেল তৈরি করে এক অন্য পরিবেশ। তবে এখানে খুব বেশী ওয়াটার স্পোর্টস পাবেন না। আর খাবারের দোকানও নেই। তাই সঙ্গে খাবার রাখা একান্ত প্রয়োজন।
সেরেনিটি বিচ
সেরেনিটি কথার অর্থ হল নির্মল। তাহলে নির্মল। পন্ডিচেরির এই বিচ নির্মলতার জন্যই পর্যটকদের মধ্যে জনপ্রিয়। সাদা বালির উপর নীল জলের চাদর এখানকার মূল আকর্ষণ।
প্রোমেনাদ বিচ
অনেকগুলি বিচের মধ্যে পন্ডিচেরির প্রোমেনাদ বিচ সবথেকে জনপ্রিয় সমুদ্রতট। শহরের মধ্যমণি হল এই বিচ। বিভিন্ন ধরনের পুরোনো স্থাপত্যতে ঘেরা প্রোমেনাদ বিচ। যা যোগ করে এক আলাদা মাত্রা। এখান থেকে সুর্যাস্তের দৃশ্য দেখায় একদম অন্যরকম।
প্যারাডাইজ বিচ
শান্তিপ্রিয়, প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য প্যারাডাইজ বিচ হল আদর্শ ঘোরার জায়গা। এখানে পৌঁছতে হলে বোটে করে যেতে হবে। অ্যাডভেঞ্চার ভালবাসেন তারা কিছু স্পোর্টসও ট্রাই করতে পারেন।