আলিয়া ভাট এবং মীরা রাজপুত, বলিপাড়ায় ফ্যাশানিস্তা হিসেবে কদর রয়েছে দু’জনেরই। সাবেকি হোক অথবা বিদেশি… তাঁদের স্টাইল স্টেটমেন্ট নজর কেড়েছে আমজনতার।
সাম্প্রতিক কালে মাল্টিকালারড শাড়িতে নজর কেড়েছেন দু’জনেই। বন্ধুর বিয়েতে মীরা রাজপুত বেছে নিয়েছিলেন মাল্টিকালারড সিকুইন শাড়ি। অন্যদিকে এক অ্যাওয়ার্ড শো-তে আলিয়াকেও পরতে দেখা গিয়েছিল একই রকমের শাড়ি। মেক আপেও ছিল সাদৃশ্য। নুড লিপস্টিক আর স্মোকি আইজ– যোগ করেছিল বাড়তি সৌন্দর্য। আলিয়ার শাড়িটি ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা।
শাড়ি-মেকআপে মিল থাকলেও আলিয়া বেছে নিয়েছিলেন মাঝখানে সিঁথি করে খোপা অন্যদিকে মীরার পছন্দ ছিল খোলা চুল। কিছুদিন আগেই বিকিনিতে নিজের ছবি শেয়ার করেছিলেন মীরা। তাঁর বিকিন বডি দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। কমেন্ট এসেছিল, “দুই সন্তানের মা হয়েও কী সুন্দর ফিগার মেন্টেন করেছেন আপনি।” অন্যদিকে সেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ থেকেই আলিয়ার বিকিনি বডি বলিপাড়ায় চর্চিত।
এ তো গেল বিকিনি বডির কথা। ‘ফিউশান’ শাড়ি লুকে আপনার বিচারে এগিয়ে থাকলেন কে?