Skin Care Tips: অয়েলি ত্বক নিয়ে বিব্রত? অ্যালকোহল ফ্রি টোনার বানিয়ে ফেলুন বাড়়িতেই!
Oily Skin Care: রাতে বাড়ি ফিরে ভাল করে মুখ ধুয়ে নিয়ে টোনার লাগিয়ে নিন। এতে ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে পারবে কোষ

কাজ ছাড়া গতি নেই। আর কাজের প্রয়োজনেই রোজ অধিকাংশ মানুষকে বাড়ির বাইরে বেরোতে হয়। সকালে বেরিয়ে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। সারাদিনের পরিশ্রমের পর আলাদা করে আর রূপচর্চা করতে ইচ্ছে করে না। এদিকে সারাদিনের পরিশ্রম আর দূষণের ফলে ত্বকের উপরেও চাপ পড়ে। ধুলো, বালিতে ত্বক আরও বেশি খারাব হয়ে যায়। শুষ্ক নিষ্প্রাণ দেখায়। যদি ত্বক হয় তৈলাক্ত তাহলে সমস্যা আরও বেশি। তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যাও বেশি হয়। তৈলাক্ত ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখা এবং অ্যাকনের সমস্যা থেকে দূরে রাখাও খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সবচেয়ে ভাল কাজ করে টোনার। আর ত্বকের জন্য অ্যালকোহল ফ্রি টোনার বানিয়ে নিতে পারেন বাড়িতেই। যে সব উপকরণ লাগে তা সকলের ঘরেই থাকে।
এক চামচ অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে সামান্য জল মিশিয়ে নিন। এবার রাতে মুখ পরিষ্কার করে তা তুলো দিয়ে লাগিয়ে নিন। এতে মুখের অতিরিক্ত তেল টেনে নেবে।
তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া টোনার হিসেবে পুদিনা পাতাও ব্যবহার করা যেতে পারে। ছয় কাপ জল ফুটিয়ে নিন এবং আঁচ থেকে নামিয়ে গরম জলের মধ্যে এক মুঠো পুদিনা পাতা ফেলে দিন। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে একটা এয়ার টাইট কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন এটি দিয়ে মুখ পরিষ্কার করুন।
হাফ চামচ অ্যাপেল সিডার ভিনার আর হাফ চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। এতে মুখ পরিষ্কার থাকে। যে কোনও সংক্রমণ থেকে দূরে থাকা যায়।
শসার রস বের করে তা ছেঁকে নিয়ে ফ্রিজে রাখুন। এবার তা টোনার হিসেবে ব্যবহার করুন। এই ভাবে রোজ করতে পারলে মুখ থাকবে পরিষ্কার। কোনও দাগ ছোপ আসবে না।
