Aloe vera Gel: ট্যান ও সানস্ক্রিন হিসেবে কতটা কার্যকরী অ্যালোভেরা জেল, জানেন?
Sunscreen Lotion: রোদের পোড়া ভাব থেকে বাঁচতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। যে কারণে এই সানস্ক্রিনের ব্যবহারও বাড়ছে। রোদ থেকে ফিরে সানস্ক্রিন আর শসার রস একসঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন

সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। বর্তমানে তার সঙ্গে যুক্ত হয়েছে দূষণ আর ধুলো। এই ধুলো, ময়লা, রোদ, ঘামে ত্বকের উপর ময়লার আস্তরণ পড়ে যায়। ত্বকের মুখ গুলো বন্ধ হয়ে গেলে ব্রণর সমস্যা বেশি হয়। সেই সঙ্গে মুখে অ্যালার্জির প্রবণতা বাড়ে। এসবের থেকেও যে বেশি সমস্যা হয় তা হল ত্বকের পোড়া ভাব নিয়ে। কিছুতেই পোড়া ভাব দূর করা যায় না। আর তা দূর করতেও অনেক বেশি সময় লেগে যায়। তাই রোদে বেরনোর আগে কিংবা বাড়িতে রান্নাঘরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। সূর্যের অতিবেগুনি রশ্মি শুধু যে ত্বকের ক্ষতি করে তা নয় এই রশ্মি হতে পারে স্ক্রিন ক্যানসারের কারণও।
সানস্ক্রিন হিসেবে অনেকেই ব্যবহার করেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরার প্রচুর গুণ রয়েছে। অ্যালোভেরা যেমন শরীরের জন্য ভাল তেমনই ত্বকের জন্যেও খুব উপকারী। ব্রণ সারাতেও কাজে আসে অ্যালোভেরা জেল। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। বাজারে নানা রকম সানস্ক্রিন পাওয়া যায়। তবে সব রকম সানস্ক্রিন শরীরের জন্য ভাল নয়। কারণ এর মধ্যে কেমিক্যাল অনেক বেশি পরিমাণে থাকে। আর এই সানস্ক্রিন থেকে অ্যালার্জির সমস্যাও হতে পারে। সানবার্নের ক্ষেত্রে খুবই ভাল কাজ করে অ্যালোভেরা জেল।
অ্যালোভেরার মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের নরম ভাব, স্থিতিস্থাপকথা ফিরিয়ে আনতে সাহায্য করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। সেই সঙ্গে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। যে কারণে তা যে কোনও রকম সংক্রমণ থেকে রক্ষা করে। গরমের হাত থেকে ত্বককে শান্তিও দেয় অ্যালোভেরা জেল। এই জেল ভাল করে ম্যাসাজ করলে যেমন মুখ ঠান্ডা থাকে তেমনই মুখের আর্দ্রতাও রক্ষা করে। রোদের পোড়া ভাব থেকে বাঁচতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। যে কারণে এই সানস্ক্রিনের ব্যবহারও বাড়ছে। রোদ থেকে ফিরে সানস্ক্রিন আর শসার রস একসঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন।
