AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Glowing Skin: ত্বকে লাগালেই ফিরবে যৌবন! ব্রণ, বলিরেখা, কালো ছোপ হঠাতেও এই ভেষজের রয়েছে হাজারো গুণ

Giloy Skin Benefits: গুলঞ্চের বৈজ্ঞানিক নাম টিনোস্পোরা কোর্ডিফোলিয়া। শরীর থেকে টক্সিক বা ক্ষতিকারক পদার্থ বের করে দেওয়ার ব্যাপারেও গুলঞ্চের বিশেষ ভূমিকা আছে। বিশেষজ্ঞরা বলছেন, এই কারণেই গুলঞ্চ ত্বককে করে তুলতে পারে পুনরায় যৌবনময়!

Glowing Skin: ত্বকে লাগালেই ফিরবে যৌবন! ব্রণ, বলিরেখা, কালো ছোপ হঠাতেও এই ভেষজের রয়েছে হাজারো গুণ
| Edited By: | Updated on: Oct 27, 2022 | 8:06 AM
Share

আয়ুর্বেদে (Ayurveda)অমৃত ভেষজ নামে প্রসিদ্ধ গুলঞ্চ (Giloy) নামক উদ্ভিদটি। উদ্ভিদটি বিদেশে ‘হার্ট লিভড মুনসীড’ নামেও পরিচিত। কারণ এই উদ্ভিদের পাতার গঠন অনেকটা হার্টের মতো। এছাড়া বীজের আকার অনেকটা চাঁদের মতো। আয়ুর্বেদে এই উদ্ভিদটির ঔষধি গুণ নিয়ে বিবিধ আলোচনা হয়েছে। সেখান থেকেই জানা যাচ্ছে, ত্বকের সুস্বাস্থ্য (Skin Benefits) রক্ষার বিষয়ে এই ঔষধি উদ্ভিদটির বিশেষ কার্যকরী। এমনকী বয়স ধরে রাখার ক্ষেত্রেও ভূমিকা নেয় গুলঞ্চ। বলিরেখা, দাগছোপ, ত্বকের ঝুলে যাওয়া রোধ করে গিলয় বা গুলঞ্চ। বিভিন্ন গবেষণায় প্রকাশ পেয়েছে, কালো দাগ দূর করতে এবং ব্রণ সারাতে গুলঞ্চ অব্যর্থভাবে কাজ করে। কারণ গুলঞ্চে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউনিটি বৃদ্ধিকারক উপাদান। এর ফলে একাধিক প্রদাহ উৎপাদক পদার্থ থেকে ত্বককে রক্ষা করার ক্ষমতা রয়েছে গুলঞ্চের। নিয়মিত বিশেষজ্ঞের পরামর্শ মতো গুলঞ্চ ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে দীপ্তিময় এবং উজ্জ্বল। দেখা যাক ত্বকের জন্য কোন কোন পথে উপকারে আসে গুলঞ্চ—

• প্রাণহীন ত্বকে পুনরায় প্রাণের সঞ্চার করতে পারে গুলঞ্চ।

• গুলঞ্চে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ঢালের মতো ত্বককে ‘র‌্যাডিক্যালস’-এর ক্ষতি থেকে রক্ষা করে। র‌্যাডিক্যালস হল কোষের ক্ষতিকারক বর্জ্য যা নানা ভাবে দেহে ও ত্বকে প্রদাহ তৈরি করে।

• ব্রণ উৎপাদক ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকে ত্বককে রক্ষা করে মুখমণ্ডলকে আরও পরিষ্কার, সুন্দর এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে গুলঞ্চ।

• কুষ্ঠ, একজিমা এবং ডার্মাটাইটিসের মতো নানা জটিল সমস্যা থেকে ত্বককে রক্ষা করে উদ্ভিদটি।

• সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে গুলঞ্চ। ফলে পিগমেন্টশন, কালো দাগ, এবং ত্বকের পুড়ে যাওয়ার সমস্যা ত্বক থাকে মুক্ত।

• ত্বকে রক্তপ্রবাহ বজায় রাখে গুলঞ্চ। এর ফলে ত্বক হয়ে ওঠে প্রাকৃতিকভাবে উজ্জ্বল।

ভারতীয় ভেষজ গুলঞ্চ। আয়ুর্বেদে এবং বিভিন্ন চিকিৎসাধারায় গুলঞ্চ নানাভাবে ব্যবহৃত হয়। পাউডার, ক্বাথ এবং জ্যুস হিসেবেও কেউ কেউ ব্যবহার করেন উদ্ভিদটি। আজকাল পাউডার এবং ক্যাপসুল হিসেবেও বাজারে পাওয়া যাচ্ছে ভেষজটি। ত্বকের একাধিক সমস্যাতেও সরাসরি ত্বকে গুলঞ্চের প্রলেপ দেওয়া যায়।

রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ানোর সঙ্গে গুলঞ্চ জ্বর কমাতে, প্রদাহ হ্রাস করতে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও ব্যবহার করা হয়।

এককথায় বলা যায়, ত্বকের জন্য গুলঞ্চ নানাভাবে ব্যবহার করা সম্ভব। বিশেষ করে ভয়ঙ্কর ধরনের ব্রণর সমস্যায় ভোগা ব্যক্তিরা গুলঞ্চ ব্যবহারে বিশেষ উপকার পেতে পারেন। এছাড়া ত্বকের বলিরেখা দূর করে ত্বককে করে তুলতে পারে প্রাকৃতিকভাবে উজ্জ্বল। তাই দুর্দান্ত ত্বক পেতে চাইলে বিশেষজ্ঞের পরামর্শ মতো গুলঞ্চ ব্যবহার করুন। তবে মনে রাখতে হবে, একাধিক ঔষধি গুণ থাকলেও ত্রুটিপূর্ণ ব্যবহারে গুলঞ্চ বিষবৎ হয়ে উঠতে পারে।