Hair Care: চুলের স্বাস্থ্যকে উন্নত করতে কীভাবে রসুনকে ব্যবহার করবেন জেনে নিন!
চুল পড়ে যাওয়া, চুলের গোঁড়া আলগা হয়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়া, চুলে খুশকির সমস্যা- এই সব সমস্যার সমাধানের একমাত্র উপায় হল রসুন। এই একটি মাত্র উপাদানকে ব্যবহার করে আপনি চুলের যাবতীয় সমস্যার হাত থেকে রেহাই পেতে পারেন। কিন্তু চুলে কীভাবে ব্যবহার করবেন এই রসুন?
রসুন হচ্ছে ভারতীয় রান্নাঘরের এমন একটি উপাদান, যার ঔষধি গুণ অন্যান্য সব ভেষজ উপাদানের থেকে বেশি। রসুনের মধ্যে থাকা একাধিক উপাদান স্বাস্থ্যে যে ইতিবাচক প্রভাব ফেলে, তা হয়তো সবাই জানেন। এমনকি ত্বকের স্বাস্থ্য উন্নত করার ক্ষেত্রেও সহায়ক রসুন। কিন্তু চুলের ক্ষেত্রে কি ঠিক একই ভাবে কার্যকর রসুন!
চুল পড়ে যাওয়া, চুলের গোঁড়া আলগা হয়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়া, চুলে খুশকির সমস্যা- এই সব সমস্যার সমাধানের একমাত্র উপায় হল রসুন। এই একটি মাত্র উপাদানকে ব্যবহার করে আপনি চুলের যাবতীয় সমস্যার হাত থেকে রেহাই পেতে পারেন। কিন্তু চুলে কীভাবে ব্যবহার করবেন এই রসুন?
একাধিক গবেষণায় দেখা গিয়েছে রসুনে থাকা সালফার এবং সেলেনিয়াম চুলের খাদের গঠনকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে। মূলত, এটি কেবল চুল পুনরায় বৃদ্ধি করতে সহায়তা করে না, বরং বিদ্যমান চুলকেও শক্তিশালী করে তোলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, চুলের স্বাস্থ্য বজায় রাখতে কীভাবে রসুনকে ব্যবহার করবেন।
১) রসুন ও মধুর পেস্ট
একটি পাত্রে রসুনের পেস্ট তৈরি করে তাতে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটিকে মাথার ত্বকে এবং চুলের মধ্যে প্রয়োগ করুন। ভাল করে চুল লাগানোর পর ৩০ মিনিট অবধি পেস্টটি রেখে দিন। এর পর শ্যাম্পু করে তা ধুয়ে ফেলুন।
২) চুল পড়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে ব্যবহার করুন রসুন ও নারকেলের তেল
রসুনকে কুচিকুচি করে কেটে নিয়ে নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিন। এরপর এই রসুন ও নারকেল তেলের সংমিশ্রণটি মাথায় ৩০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন। এর পর চুল ধুয়ে ফেলুন। এই তেল আপনি নিয়মিত ব্যবহার করলে চুল পড়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
৩) গার্লিক এসেন্সিয়াল অয়েল ব্যবহার করবেন না
রসুনের তেল ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে সেটা যেন এসেন্সিয়াল অয়েল না হয়। এসেন্সিয়াল অয়েল হলে দু ফোঁটার বেশি ব্যবহার করবেন না। এর ফলে ক্ষতি হতে পারে চুল এবং সমস্যা দেখা দিতে পারে মাথার ত্বকে। আপনি যদি রসুনের তেল ব্যবহার করতে চান তাহলে, রসুনকে কুচিকুচি করে কেটে নিয়ে নারকেল তেল বা জলপাইয়ের তেলের (অলিভ অয়েল) সঙ্গে মিশিয়ে মাথায় এবং চুলের ওপর প্রয়োগ করতে পারেন। এতেও দূর হয়ে যাবে আপনার যাবতীয় চুলের সমস্যা
৪) মজবুত চুল পাওয়ার জন্য ব্যবহার করুন আদা ও রসুন
আদা ও রসুন উভয়ই আপনার চুল করে তুলতে পারে শক্তিশালী, তার সঙ্গে বৃদ্ধি করবে আপনার চুল। এর জন্য প্রথমে আদা ও রসুনের পেস্ট বানিয়ে নিন। তারপর সেটিকে ক্যাস্টর অয়েলের সঙ্গে উচ্চ তাপে ফুটিয়ে নিন। তেলটি ঠাণ্ডা হলে তা মাথায় এবং চুলে প্রয়োগ করুন। এতেই দূর হয়ে যাবে খুশকি সহ যাবতীয় চুলের সমস্যা।
আরও পড়ুন: চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও দারুণ সহায়ক এই ভেষজ উপাদানটি!