Dark Circle: চোখের তলায় গাঢ় হচ্ছে কালো দাগ? নজরটা ঘোরান হেঁশেলের দিকে
Dark Circle Care: ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে সাহায্য করে ঠান্ডা দুধও। বেশি কিছু নয়, ঠান্ডা দুধের মধ্যে তুলোর বল ভিজিয়ে নিন। এবার তা চোখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ত্বকের অন্যতম শত্রু হল চোখের নীচে গাঢ় দাগ। যা ডার্ক সার্কেল (Dark Circle) হিসেবেও পরিচিত। অনেকেই এই ডার্ক সার্কেলের সমস্যায় ভোগেন। চোখের তলায় কালো মোটা দাগ মোটেই দেখতে ভাল লাগে না। হাজার স্কিন ট্রিটমেন্ট করে, নামিদামী আন্ডার আই ক্রিম ব্য়বহার করেও কাজ হচ্ছে না? নজরটা ঘোরান হেঁশেলের দিকে।
হ্যাঁ, আপনার হেঁশেলেই লুকিয়ে রয়েছে এমন সব জিনিস, যা সঠিকভাবে ব্যবহার করলেই দূর হবে ডার্ক সার্কেলের সমস্যা। জানুন কী-কী ব্যবহার করতে হবে আর অবশ্যই কীভাবে…
শসা: ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে শসার রস। শসা গোল আকারে কেটে নিন। এবার তা চোখের উপর দিয়ে রেখে দিন। ডার্ক সার্কেলের সমস্য়া দূর করতে সাহায্য করে। এছাড়াও শসা ত্বককে আর্দ্র রাখতে ও চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।
আলুর রস: ডার্কসার্কেলের সমস্যা দূর করার আরও একটি মোক্ষম উপায় হল আলুর রস। আলু গোল করে কেটে চোখের উপর লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন। উপকার পাবেন।
টমেটোর রস: এছাড়া টমেটোর রস লাগালেও কাজ হবে। একইভাবে টমেটো কেটে চোখের উপর রেখে দিন। ১৫-২০ রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
গ্রিন টি ব্যাগ: এব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে গ্রিন টি ব্যাগও। গ্রিন টি-এর ব্যাগ চোখের উপর দিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন কিছুদিনের মধ্যেই দূর হবে কালো দাগ।
আমন্ড অয়েল: হাতের তালুতে কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিন, এবার তা চোখের নীচে লাগিয়ে নিন। দেখবেন দূর হবে সমস্যা।
গোলাপ জল: এছাড়া গোলাপ জলেও কাজ হবে। হাতের তালুতে কয়েক ফোঁটা গোলাপ জল নিন এবার তা চোখের তলায় লাগিয়ে নিন। দেখবেন কয়েকবার ব্য়বহারেই ফল পাবেন।
ঠান্ডা দুধ: ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে সাহায্য করে ঠান্ডা দুধও। বেশি কিছু নয়, ঠান্ডা দুধের মধ্যে তুলোর বল ভিজিয়ে নিন। এবার তা চোখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
