Curly Hair Care: কোঁকড়ানো চুলের সঠিক যত্ন নেবেন কীভাবে? রইল সহজ উপায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 24, 2023 | 9:00 AM

Hair Care Tips: কন্ডিশনার ব্যবহার করা চুলের জন্য জরুরি। কিন্তু কোঁকড়ানো চুলের ক্ষেত্রে কন্ডিশনার ব্য়বহারের জন্য় বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ কোঁকড়ানো চুলের আর্দ্রতার পরিমাণ সাধারণ চুলের থেকে কম।

Curly Hair Care: কোঁকড়ানো চুলের সঠিক যত্ন নেবেন কীভাবে? রইল সহজ উপায়
কোঁকড়ানো চুলের সঠিক যত্ন নেবেন কীভাবে? রইল সহজ উপায়

Follow Us

গরমে (Summer) চুলের (Hair)অবস্থা সত্যিই খারাপ। গরমে ঘামে, ও ধুলোবালির কারণে চুলে দেখা দিচ্ছে একাধিক সমস্যা। গরমে চুল পড়ে যাওয়ার সমস্য়াও বেড়েছে কয়েকগুণে। শুধু তাই নয় আর্দ্রতা হারাচ্ছে চুল। এতো গেল সাধারণ সমস্যা। যাঁদের কোঁকড়ানো চুল (Curly Hair) তাঁদের সমস্যা সাধারণ মানুষদের থেকে অনেকটাই বেশি। কারণ কোঁকড়ানো চুল গরমে আরও বেশি ক্ষতিগ্রস্থ হয়।

কোঁকড়ানো  চুলে সারাবছরই ফ্রিজিং-এর সমস্যা হয়। আর গরমে যেহেতু স্ক্যাল্প অপেক্ষাকৃত বেশি ঘামে তাই চুল ফ্রিজ হয়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে। চুল চিটচিটে হয়ে ফ্রিজ হয়ে গেলেই হয় মুশকিল। চুল ফ্রিজ হয়ে গেলে স্বাভাবিক করার জন্য পার্টি বা কোনও অনুষ্ঠানের আগে হেয়ার স্ট্রেইটনার দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এটা কোনও স্থায়ী সমাধান নয়। জানুন কীভাবে সারাবছর কোঁকড়ানো চুলের যত্ন নেবেন…

সালফেট মুক্ত শ্যাম্পু:
কোঁকড়ানো চুলের জন্য সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই সালফেট মুক্ত শ্যাম্পু চুলের ফ্রিজি ভাব কাটাতে সাহয্য করে। শুধু তাই নয়, চুলের জেল্লাও ফেরায়।

কন্ডিশনার ব্যবহার করুন:
কন্ডিশনার ব্যবহার করা চুলের জন্য জরুরি। কিন্তু কোঁকড়ানো চুলের ক্ষেত্রে কন্ডিশনার ব্য়বহারের জন্য় বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ কোঁকড়ানো চুলের আর্দ্রতার পরিমাণ সাধারণ চুলের থেকে কম। ফলে খুব তাড়াতাড়ি চুল শুষ্ক হয়ে যায়। ফলে দেখা দেয় ফ্রিজিমং-এর সমস্যা। আর এই সমস্যা মাত্রা ছাড়ালে বাড়ে চুল পড়ে যাওয়ার ঝুঁকি। এই সমস্যা এড়াতে ভাল মানের কন্ডিশনার ব্যবহার করতে হবে।

মোটা দাঁতের চিরুনী:
চুলের জন্য মোটা দাঁতের চিরুনী ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কোঁকড়ানো চুলের ক্ষেত্রেও তার অন্যথা নয়। আর বিশেষ করে যাঁদের কোঁচকানো চুল তাঁদের এই ধরনের চিরুনী ব্যবহার করা উচিত যাতে চুল কম ছেড়ে। কারণ একটাই কোঁচকানো চুল যেহেতু ফ্রিজি হয়ে যায় তাই পড়ে যাওয়ার আশঙ্কা বেশি।

হেয়ার সিরাম:
কোঁকড়ানো চুলের ফ্রিজিং-এর সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন হেয়ার সিরাম। চুলের শুষ্কতা মিটিয়ে জেল্লা ফেরাতে সাহায্য করে হেয়ার সিরাম। তাই শ্যাম্পু করার পর অবশ্যই ব্য়বহার করতে হবে হেয়ার সিরাম।

Next Article