ঘরে বসে চুলে ব্লিচ করার প্ল্যান করছেন? কী করবেন আর করবেন না, জানুন

Jun 09, 2021 | 10:17 PM

ঘরে বসে চুলে ব্লিচ করার পরিকল্পনা করেন, তাহলে আগে জেনে নিন কী কী করা প্রয়োজন ও কী করবেন না। চুলকে ক্ষতির হাত থেকে কীভাবে রক্ষা করবেন, পুরোটাই আপনার হাতে। অনেকেই চুলের উপর নানারকম পরীক্ষা করতে গিয়ে হেয়ার কালার করেন। বিভিন্ন রঙের সঙ্গে হেয়ার কালার করার মানসিকতা থাকলে বাড়িতে বসেই অনেকে চুলে ব্লিচ ব্যবহার করেন।

1 / 6
প্রথমবার চুলে ব্লিচ করার সময় আগে কয়েক গোছা চুলের উপর পরীক্ষা চালান। চুলের জন্য আদৌও সঠিক কিনা তা আগে দেখে নিন।

প্রথমবার চুলে ব্লিচ করার সময় আগে কয়েক গোছা চুলের উপর পরীক্ষা চালান। চুলের জন্য আদৌও সঠিক কিনা তা আগে দেখে নিন।

2 / 6
ব্লিচের পর সঠিক উপায়ে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা আবশ্যিক।

ব্লিচের পর সঠিক উপায়ে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা আবশ্যিক।

3 / 6
চুলের গোড়ায় যেন ব্লিচ করবেন না। ব্লিচের হাত থেকে বাঁচতে হাতে গ্লাভস পরুন।

চুলের গোড়ায় যেন ব্লিচ করবেন না। ব্লিচের হাত থেকে বাঁচতে হাতে গ্লাভস পরুন।

4 / 6
চুলে ব্লিচ করার সময় পোশাকের দিকেও খেয়াল রাখবেন। চুলে ব্লিচ করতে গিয়ে পোশাক ফেড না হয়ে যায়।

চুলে ব্লিচ করার সময় পোশাকের দিকেও খেয়াল রাখবেন। চুলে ব্লিচ করতে গিয়ে পোশাক ফেড না হয়ে যায়।

5 / 6
ব্লিচ করতে সময় লাগে। তাই তাড়াহুড়ো করবেন না। ব্লিচ ব্যবহারের প্রত্যেকটি পদ্ধতি পর পর পালন করাই ভাল।

ব্লিচ করতে সময় লাগে। তাই তাড়াহুড়ো করবেন না। ব্লিচ ব্যবহারের প্রত্যেকটি পদ্ধতি পর পর পালন করাই ভাল।

6 / 6
ব্লিচ ব্যবহারের সময় স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করবেন না। এতে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

ব্লিচ ব্যবহারের সময় স্ট্রেটনার বা কার্লার ব্যবহার করবেন না। এতে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

Next Photo Gallery