Skin whitening tips: বেসন কিংবা ময়দা নয়, এবার চালের গুঁড়ো দিয়েই বানিয়ে ফেলুন ফেসপ্যাক! এক সপ্তাহেই মিলবে দারুণ ফল…

Rice flour face pack: চালের গুঁড়ো খুব ভাল স্ক্রাবারের কাজ করে। আর তাই শীতে বানিয়ে নিন চালের গুঁড়োর ফেসপ্যাক

Skin whitening tips: বেসন কিংবা ময়দা নয়, এবার চালের গুঁড়ো দিয়েই বানিয়ে ফেলুন ফেসপ্যাক! এক সপ্তাহেই মিলবে দারুণ ফল...
যে ভাতে ত্বক পরিচর্যায় কাজে লাগাবেন চালের গুঁড়ো
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 10:10 PM

শহর জুড়ে এখন শীতের মরশুম। গত কয়েকদিন ধরে বেশ টের পাওয়া যাচ্ছে শীতের উপস্থিতি। যদিও শহরে শীতের স্থায়িত্ব বড়ই কম। কিন্তু শীতের আস্বাদ চেটেপুটে নিতে সবাই প্রস্তুত। শীত মানেই সকালে ঘুম থেকে ওঠায় আলসেমি। গড়িমসি করে স্নানঘরে যাওয়া। কোনও মতে স্নান সেরে গরম জামা পড়ে তৈরি হওয়া। এই সময় শীতকাতুরেরা কিন্তু শ্যাম্পু, সাবান থেকে দূরে থাকারই চেষ্টা করেন। তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় কিন্তু এই সময় ত্বকের যত্ন একটু বেশিই নিতে হয়। কারণ এমনিই আবহাওয়া থাকে শুষ্ক। ত্বকে টান পড়ে, ফেটে যায়। সেই সঙ্গে ক্রিম, ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বকে ধুলো বেশি বসে। এছাড়াও শীতে দূষণও বাড়ে। তাই এসময় নিয়মিত ত্বকের যত্ন নিন। শীতে চালগুঁড়ো কিন্তু খুব ভাল স্ক্রাবারের কাজ করে। চালের গুঁড়ো দিয়েই বানিয়ে নিন ফেসপ্যাক।

চালের গুঁড়ো, কাঁচা দুধ, মধু একসঙ্গে মিশিয়ে নিন ফেসপ্যাক বানিয়ে নিন। প্রতিদিন সকালে স্নানেরর আগে লাগিয়ে নিন। এরপর কিছুক্ষণ মুখে রেখে ধুয়ে নিন। এতেও কিন্তু ফিরবে ত্বকের উজ্জ্বলতা। সেই সঙ্গে ত্বক থেকে কালো দাগ-ছোপও দূর হয়ে যাবে।

চালের গুঁড়ো, বেসন, হলুদ বাটা, মধু, কাঁচা দুধ মিশিয়ে একটি প্যাক বানান। স্নানে যাওয়ার ৩০ মিনিট আগে তা মুখে লাগিয়ে নিন। হাতে-পায়েও লাগাতে পারেন। পুরোপুরি শুকিয়ে গেলে তবেই ইষদুষ্ণন জলে ধুয়ে নিন।

অনেক সময় ফুসকুড়ি বা ব্রন চলে গেলেও তার কালো দাগ থেকে যায়। এই সমস্যা দূর করতে তিন চামচ চালের গুঁড়ো, দু চামচ হলুদ গুঁড়ো ও কিছুটা লেবুর রস নিয়ে একসাথে মিশ্রন তৈরি করুন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাদে দু দিন এই প্যাক লাগান। উপকার পাবেন।

চালের গুঁড়ো, কফি, ওটস গুঁড়ো, মিল্ক পাউডার, গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাঁরা সপ্তাহে তিনদিন অন্তত এই প্যাক মুখে লাগান। এতে কিন্তু ভাল ফল পাবেন। মুখ তৈলাক্ত লাগবে না।

আরও পড়ুন: Haldi Ceremony: শুধুমাত্র নিয়মরক্ষার জন্য নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণেই বিয়ের আগে হয় গায়ে হলুদের অনুষ্ঠান!

আরও পড়ুন: Hair Care: ত্বকের পাশাপাশি চুলেও ভিটামিন ই অয়েল ব্যবহার করুন! ফল মিলবে হাতে-নাতে

আরও পড়ুন: Katrina Kaif and Vicky Kaushal’s Wedding: ক্যাটরিনাকে দেওয়া ভিকির রিংকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা, আংটির দাম শুনলে অবাক হবেন আপনিও…