Camellia Oil: রূপচর্চায় যোগ করুন ক্যামেলিয়ার তেলকে! ফল পাবেন হাতে-নাতেই
ভাবছেন ত্বকের তেলাভাব কোথায় যাবে! তাহলে জানিয়ে রাখি এই তেল ত্বকের তৈলাক্ত ভাবকেও দূর করবে নিমেষের মধ্যে। তাহলে চলুন দেরি না করে জানা যাক এই ক্যামেলিয়া তেলের গুণাগুণ সম্পর্কে...

কোরিয়ান বিউটির কথা তো আমরা সকলেই জানি। কিন্তু জাপানের সৌন্দর্যের পিছনে কী লুকিয়ে আছে জানেন? এ হল তেলের রহস্য। এমন একটি তেল যা সহজের ত্বকের মধ্যে শোষিত হয়ে ত্বককে করে তুলবে মসৃণ ও কোমল। ভাবছেন ত্বকের তেলাভাব কোথায় যাবে! তাহলে জানিয়ে রাখি এই তেল ত্বকের তৈলাক্ত ভাবকেও দূর করবে নিমেষের মধ্যে। আর এই তেল হল ক্যামেলিয়া অয়েল। তাহলে চলুন দেরি না করে জানা যাক এই ক্যামেলিয়া তেলের গুণাগুণ সম্পর্কে…
প্রাকৃতিক ময়শ্চারাইজার ক্যামেলিয়া অয়েলের মধ্যে থাকা পুষ্টিকর উপাদান ত্বককে ভিতর থেকে কোমল আর মসৃণ করে তোলে। শুধু মুখে নয়, শরীরের যে কোনও রুক্ষ, শুষ্ক ত্বকের ওপর ক্যামেলিয়ার তেল প্রয়োগ করুন, ফল পাবেন হাতে-নাতেই। কনুই, হাঁটু, পায়ের গোড়ালির অংশে কালো ছোপ ও রুক্ষতাকে দূর করতে কয়েক ফোঁটা ক্যামেলিয়ার তেলই যথেষ্ট।
বার্ধক্য প্রতিরোধ করে
এই ক্যামেলিয়ার তেলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করতে সক্ষম। মুখ, গলার বলিরেখা, দাগ, ছোপ সবকিছুই দূর হয়ে যাবে যদি নিয়মিত আপনি ক্যামেলিয়ার তেল ব্যবহার করে। তার সঙ্গে ক্যামেলিয়ার তেলের মধ্যে থাকা ভিটামিন ই-ও পুষ্টির জোগান দেবে আপনার ত্বকে।
প্রাকৃতিক সানস্ক্রিন
অনেকেই আছেন যাঁরা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন না। আবার অনেকে শুধু মুখের মধ্যেই সানস্ক্রিন প্রয়োগ করেন। সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করতে গোটা শরীরেই ব্যবহার করুন ক্যামেলিয়ার তেল। এতে সুন্দর থাকবে ত্বক এবং রোদে পুড়বেও না।
ত্বকের স্বাস্থ্য উন্নত করে
নিয়মিত ত্বকের ওপর ক্যামেলিয়ার তেল প্রয়োগ করলে কমতে পারে স্ক্রিন ক্যান্সারের ঝুঁকিও। কারণ ক্যামেলিয়ার তেল ত্বকের মধ্যে থাকা মুক্ত র্যাডিকেলের সঙ্গে লড়াই করে তাকে ত্বক থেকে অপসারণ করে এবং ত্বকের ওপর একটি আস্তরণ তৈরি করে, যা ফলে ত্বক থাকে সুন্দর ও সুরক্ষিত।
চুলের ওপরও প্রভাব ফেলে দারুণ
যদি মনে করেন আপনার চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাচ্ছে তাহলে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যামেলিয়ার তেল মিশিয়ে চুলের ওপর প্রয়োগ করুন। এটি আপনার চুলের ক্ষয় প্রতিরোধ করবে এবং চুলকে প্রাকৃতিক উপায়ে স্ট্রেট করে দেবে। তারা পাশাপাশি এর অন্যান্য গুণ গুলি চুলকে ময়েশ্চার করবে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকেও রক্ষা করবে।
চোখের পাতাকেও করে তোলে ঘন
অনেকেই রয়েছেন যাঁদের চোখের পাতা সহজেই ঝরে যায় কিংবা ঘনত্ব নেই। এই সমস্যা দূর করতে কোনও ফেস অয়েলের সঙ্গে ২ ফোঁটা ক্যামেলিয়ার তেল মিশিয়ে চোখের পাতার ওপর প্রয়োগ করুন। তারপর প্রয়োজন হলে মাসকারা লাগিয়ে নিন। কিংবা মাসকারার সঙ্গেই ২ ফোঁটা ক্যামেলিয়ার তেল মিশিয়ে চোখের পাতার ওপর লাগিয়ে নিন। তারপর নিজেই পার্থক্য অনুভব করতে পারবেন।
আরও পড়ুন: ১ সপ্তাহের মধ্যে চুল বৃদ্ধির জন্য এই দুরন্ত ঘরোয়া উপাদান দিয়ে বানান হেয়ার প্যাক!
আরও পড়ুন: ত্বক ও চুলের সৌন্দর্য্য বজায় রাখতে চান? ব্যবহার করুন কারি পাতা
আরও পড়ুন: উৎসবের মরসুমে ফেসিয়াল করার আগে এই কয়েকটি বিষয় মাথায় রাখুন!
