AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Night Skin Care: শীতের রাতে গ্লিসারিনের সঙ্গে এই দুটি উপাদান মেশান, ত্বক ফর্সা উজ্জ্বল নরম হবে

Night Cream: শুকনো হলে ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে। মুখ মুছে একটা বাটিতে হাফ চামচ গ্লিসারিন আর এক চামচ নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ ক্রিম বানিয়ে নিন। এই ক্রিম দিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে মুখের গ্লো ফিরবে আর ত্বকও ফিরে পাবে তার সজীবতা

Winter Night Skin Care: শীতের রাতে গ্লিসারিনের সঙ্গে এই দুটি উপাদান মেশান, ত্বক ফর্সা উজ্জ্বল নরম হবে
কী ভাবে বানাবেন নাইট ক্রিম
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 9:30 AM
Share

শীতের দিনে ত্বকের অতিরিক্ত যত্নের প্রয়োজন পড়ে। কয়েকদিন হল জাঁকিয়ে শীত পড়েছে। সেই সঙ্গে আবহাওয়া আগের থেকে অনেক বেশি শুষ্ক হয়েছে। শুষ্ক আবহাওয়াতে ত্বকের অনেক বেশি ক্ষতি হয়। চামড়া নিষ্প্রাণ হয়ে পড়ে। এছাড়াও শীতের দিনে দূষণের মাত্রা অনেকটা বেড়ে যায়। একদিকে রোদ, ধুলো অন্যদিকে দূষণ সব মিলিয়ে ত্বকের অবস্থা দফারফা। আর এই ত্বককে ভাল রাখতে হলে তাই নিয়মিত ভাবে যত্ন নিতে হবে। শীত পড়তেই শুরু হয়েছে বিয়ের মরশুম। প্রতিদিনই একটা না একটা নিমন্ত্রণ লেগেই রয়েছে। অনেকেই অফিস সেরে সোজা চলে যাচ্ছেন নিমন্ত্রণবাড়িতে। আবার অনুষ্ঠানবাড়িতে যাওয়ার আগে মেকআপ করতেই হবে। তাই রোজ রাতে ত্বকের ঠিক মত যত্ন নেওয়া খুবই জরুরি। এক্ষেত্রে বানিয়ে নিতে পারেন ঘরোয়া একচি প্যাক।

শীতের দিনে ত্বকের জন্য খুবই উপকারী হল গ্লিসারিন। এই গ্লিসারিন দিয়েই বানিয়ে নিন ফেসপ্যাক। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই প্যাক লাগিয়ে নিলে সবথেকে বেশি ভাল হবে। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এবার একটা ছোট বাটিতে প্রথমে এক চামচ গ্লিসারিন নিয়ে দু চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে হাফ চামচ হলুদ আর এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিন। সব খুব ভাল করে মিশিয়ে মুখে লাগান আর তা ১০-১৫ মিনিট রাখুন।

শুকনো হলে ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে। মুখ মুছে একটা বাটিতে হাফ চামচ গ্লিসারিন আর এক চামচ নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ ক্রিম বানিয়ে নিন। এই ক্রিম দিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে মুখের গ্লো ফিরবে আর ত্বকও ফিরে পাবে তার সজীবতা। আবারও মুখ গরম জলে তোয়ালে ভিজিয়ে মুছে নিতে হবে। এরপর যে কোনও একটা নাইট ক্রিম নিয়ে ওর মধ্যে গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। এবার তা দিয়েই মুখে ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। এতে মুখ অনেক বেশি নরম থাকবে। শীতের দিনে এভাবে ত্বকের যত্ন নিলে ত্বক যেমন ভাল থাকবে তেমনই নরম থাকবে।