মাস্ক যখন নিত্যসঙ্গী, মেকআপে তখন কাজলই ভরসা

Sohini chakrabarty |

Feb 20, 2021 | 9:08 PM

কালো কাজল তো সবসময়েই পরেন, এবার বেছে নিন নীল বা ধূসর রঙের কাজল

মাস্ক যখন নিত্যসঙ্গী, মেকআপে তখন কাজলই ভরসা
চোখের মেকআপের ক্ষেত্রে ভ্রূ-পল্লবের মেকআপও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Follow Us

করোনা আবহে মাস্ক আমাদের নিত্যসঙ্গী। তাই বিয়েবাড়ি হোক বা পার্টি, মহিলারা জোর দিচ্ছেন চোখের মেকআপে। কাজল-মাস্কারা-আইশ্যাডো, এইসব তো রয়েইছে। তবে মেকআপে এখন ‘ট্রেন্ডিং’ নানা রঙয়ের কাজল। পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে আজকাল কাজল পরেন অনেকেই। অন্যান্য মেকআপের তুলনায় নজর কাড়ে নানা রঙের কাজল।

কালো কাজল তো সবসময়েই পরেন, এবার বেছে নিন নীল বা ধূসর রঙের কাজল

যাঁরা স্মোকি আই মেকআপ করতে পছন্দ করেন, তাঁরা কালো রঙের কাজলের পাশাপাশি বেছে নিতে পারেন নীল এবং ধূসর রঙের কাজল। নীলের মধ্যেও রয়েছে রকম ফের। ডার্ক ব্লু, নিয়ন ব্লু, গ্রেয়িস ব্লু, ফিরোজা কালার এইসব ধরনের নীল কাজল পাওয়া যায় আজকাল।

ধূসর বা গ্রে কাজলেও রয়েছে বিভিন্ন শেড। একটু চকচকে বা গ্লিটার মেশানো ধূসর কাজল আপনার চোখের মেকআপে দিতে পারে মেটালিক লুক। এছাড়া সবজে-নীল রঙের কাজলও এখন মেকআপের ক্ষেত্রে ট্রেন্ডিং।

কাজল আর লাইনার দুইয়ের মিশ্রণেই হবে নতুন মেকআপ। উপরের পাতায় লাইনার পরুন। আর নীচে কাজল। এক্ষেত্রে কাজল সরু করে পরবেন। আর লাইনার পরবেন মোটা করে। দু’ধরনের রঙের কাজল-লাইনার ব্যবহার করতে পারেন। চোখের মেকআপ গাঢ় রাখলে সাধারণ সাজ-পোশাকেও আপনি হয়ে উঠতে পারেন অনন্য।

চোখের মেকআপের ক্ষেত্রে ভ্রূ-পল্লবের মেকআপও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাঁদের ভ্রূ সরু তাঁরা কাজল পেনলি আর তুলি দিয়ে এঁকে নিতে পারেন ভ্রূ-পল্লব। তবে এক্ষেত্রে কালো ছাড়া একমাত্র গাঢ় খয়েরি রঙ ব্যবহার করতে পারেন। দুটো রঙের কাজল মিশিয়েও ভ্রূ-পল্লব আঁকতে পারেন। প্রথমে কাজল পেনসিল দিয়ে এঁকে নিয়ে তারপর তুলি বুলিয়ে নিন। এতে ভ্রূ-পল্লব দেখতে মোটা লাগবে।

Next Article