Friendship Day-তে কোন রঙের ব্যান্ড বাঁধলে বন্ধুর জীবন বদলে যেতে পারে জানেন? কী কী শুভ ফল মেলে?
Friendship Day: তবে রাশি অনুযায়ী ব্যান্ড ব্যবহারের প্রয়োজন রয়েছে বলে মনে করা হয়। জ্যোতিষীরা বলে থাকেন, রাশির ওপর ভিত্তি করে বন্ধুত্বের ব্যান্ডের রঙ বেছে নিলে সেটা জীবনে শুভ দিতে পারে। মেষ রাশির ক্ষেত্রে যেমন লাল বা কমলা রঙ ব্যবহার করা যেতে পারে।

সোশ্যাল মিডিয়া হোক বা পাড়ার টিউশন, ফ্রেন্ডশিপ ডে-তে উন্মদনার শেষ নেই। হাতে ব্যান্ড বেঁধে ছবি পোস্টের ঝড় ওঠে ফেসবুক থেকে শুরু করে ইন্সটাগ্রামে। কিন্তু জানেন, ফ্রেন্ডশিপ ডে ব্যান্ড আপনার জীবনে বয়ে আনতে পারে বেশ কিছু শুভ যোগ বদলাতে পারে ভাগ্য। তবে এ ক্ষেত্রেও আবার রাশি অনুযায়ী নির্দিষ্ট রঙ বেছে নেওয়ার প্রয়োজন রয়েছে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বন্ধু দিবসে হাতে বন্ধুত্বের ব্যান্ড বাঁধা সরাসরি কোনও প্রাচীন শাস্ত্রীয় রীতি নয়। তবে কিছু জ্যোতিষভিত্তিক ব্যাখ্যা বা প্রতীকী অর্থ বের করা যায়।
এই যেমন বুধ জ্যোতিষে বন্ধুত্ব, যোগাযোগ, বুদ্ধিমত্তা এবং সামাজিক সম্পর্কের প্রতিনিধিত্ব করে। বন্ধু দিবসে বন্ধুকে ব্যান্ড বাঁধা মানে বুধের শক্তিকে উদ্দীপিত করা। এর ফলে একদিকে যেমন মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনই মানসিক বোঝাপড়াও বাড়ে। অন্যদিকে শুক্র গ্রহ আবার প্রেম, সম্পর্ক ও সৌন্দর্যের প্রতীক। বন্ধুত্বপূর্ণ স্পর্শ, ফ্রেন্ডশিপ ব্যান্ড দেওয়া, সুন্দর রঙ, সঙ্গে একরাশ উষ্ণ আবেগ– এই সবটা মিলিয়ে এটি শুক্রের ইতিবাচক প্রভাব আনে বলে মনে করা হয়। ফলে দুই ব্যক্তির মধ্যে আবেগের ভারসাম্য যেমন বজায় থাকে তেমনই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও থাকে।
অনেকে আবার বিশ্বাস করেন বন্ধুর দেওয়া ফ্রেন্ডশিপ ব্যান্ড বিশেষভাবে ভাগ্যরক্ষাকারী হতে পারে। নজরদোষ থেকে সুরক্ষা দেয়। হিংসা বা নেতিবাচক শক্তির প্রভাব কমে। অন্যদিকে আত্মবিশ্বাস ও মনোবল বাড়ে।
তবে রাশি অনুযায়ী ব্যান্ড ব্যবহারের প্রয়োজন রয়েছে বলে মনে করা হয়। জ্যোতিষীরা বলে থাকেন, রাশির ওপর ভিত্তি করে বন্ধুত্বের ব্যান্ডের রঙ বেছে নিলে সেটা জীবনে শুভ দিতে পারে। মেষ রাশির ক্ষেত্রে যেমন লাল বা কমলা রঙ ব্যবহার করা যেতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে সবুজ বা গোলাপি। মিথুনের ক্ষেত্রে হলুদ বা হালকা সবুজ। কর্কট রাশির ক্ষেত্রে সাদা বা রূপালী। সিংহের ক্ষেত্রে সোনালি বা গাঢ় লাল। কন্যা রাশির ক্ষেত্রে সবুজ বা বাদামী। তুলা রাশির ক্ষেত্রে নীল বা গোলাপি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাল বা কালো। ধনু রাশির ক্ষেত্রে বেগুনি বা হলুদ। মকর রাশির ক্ষেত্রে ধূসর বা নেভি ব্লু। কুম্ভ রাশির ক্ষেত্রে নীল বা রূপালী। মীন রাশির ক্ষেত্রে বেগুনি বা হালকা নীল।
