Pet’s Rule: আপনার পোষ্য কুকুরের আধার কার্ড আছে? জেনে নিন এই বিষয়গুলি
Lifestyle News: আমাদের দেশে পোষ্য হিসেবে নানা ব্রিডের কুকুরই দেখা যায়। ভালোবাসার প্রাণীটির কি আধার কার্ড রয়েছে? প্রশ্নটা শুনতে অদ্ভূত লাগতে পারে। মানুষের পরিচয়পত্র থাকে। তা হলে কুকুরের কেন নয়!

পোষ্যের প্রতি ভালোবাসা অনেকেরই থাকে। মায়ায় জড়িয়ে যায়। তার সঙ্গে সময় কাটানো দুর্দান্ত মুহূর্ত তৈরি করে। একেক জনের একেক রকম পোষ্যের প্রতি টান। তবে বেশির ভাগ ক্ষেত্রেই কুকুরের প্রতি মানুষের ভালোবাসা বেশি থাকে। আমাদের দেশে পোষ্য হিসেবে নানা ব্রিডের কুকুরই দেখা যায়। ভালোবাসার প্রাণীটির কি আধার কার্ড রয়েছে? প্রশ্নটা শুনতে অদ্ভূত লাগতে পারে। মানুষের পরিচয়পত্র থাকে। তা হলে কুকুরের কেন নয়!
পোষ্য হিসেবে কুকুর রাখার দিক থেকে বিশ্বের পঞ্চম স্থানে ভারত। চার পেয়ে জন্তুর প্রতি মানুষের ভালোবাসা কতটা এর থেকেই বোঝা যায়। তার অন্যতম কারণ, এই প্রাণী বিশ্বস্ত। একবার সম্পর্ক গড়ে উঠলে তা আজীবন থেকে যায়। পোষ্য রাখার সংখ্যা ক্রমশ বেড়েছে। তেমনই কিছু তিক্ত অভিজ্ঞতাই রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, কারও পোষ্য এলাকায় কাউকে কামড়ে দিচ্ছেন। এমন ঘটনাও বেড়েছে। রেসিডেন্সিয়াল এলাকায় পোষ্যের হিসেব রাখার জন্য রেজিস্ট্রেশন করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
রেজিস্ট্রেশন করা কি বাধ্যতামূলক? তা নয়। তারপরও বিশেষজ্ঞরা বলেন এটি করিয়ে নিতে। অর্থাৎ আপনার পোষ্যেরও পরিচয়পত্র করা থাকলে সেটা ভালোই। এই নথিভূক্ত কী ভাবে করা যায়? এর জন্য কিছু জিনিস অবশ্যই প্রয়োজন। পোষ্যের টিকাকরণ। মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনার এলাকা অনুযায়ী সেই অফিসে পোষ্যের জন্য বিভাগে যোগাযোগ করতে পারেন। সেখানে পোষ্যের নথিভূক্তকরণ হয়। পুরো প্রক্রিয়াটির জন্য সামান্য টাকাও চার্জ করা হয়।
নথিভূক্ত করার ক্ষেত্রে আপনার তথ্যও যেমন থাকছে, তেমনই পোষ্যেরও। আপনার পোষ্যকে কোনও অন্য কাজে ব্যবহার করছেন কি না, সেটিও কিন্তু নজরে রাখা হবে। তেমনই পর্যাপ্ত থাকার জায়গা, খাওয়া সেগুলিও যে পোষ্যের অধিকার। সব প্রক্রিয়া সম্পন্ন হলে পোষ্যের পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে। অনেক জায়গায় QR কোড যুক্ত আধার কার্ডও মেলে। পোষ্য হারিয়ে গেলে সহজেই আপনি তাকে খুঁজে পেতে পারেন।
