হেরে হেয়ারস্টাইল বদলে ফেললেন ট্রাম্প!

স্বরলিপি ভট্টাচার্য |

Nov 25, 2020 | 6:35 AM

হেয়ার স্টাইল কেন বদলে ফেললেন, তা নিয়ে যদিও প্রকাশ্যে এখনও পর্যন্ত মুখ খোলেননি ট্রাম্প।

হেরে হেয়ারস্টাইল বদলে ফেললেন ট্রাম্প!
ডোনাল্ড ট্রাম্প।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ঐতিহাসিক পরাজয়! সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হেরে যাওয়াটাকে ঐতিহাসিক পরাজয় হিসেবেই ব্যখ্যা করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প। আর হেরে যাওয়ার পরই নাকি বদলে ফেলেছেন চুলের স্টাইল (hair style)!

সদ্য নির্বাচনের পর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স করেছেন ট্রাম্প। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে তাঁকে দেখা গেস রূপোলী চুলে। কিন্তু তিনি তো সোনালী চুলের হেয়ারস্টাইলের জন্যই বিখ্যাত!

আরও পড়ুন, শাড়ি, ব্লাউজের কনট্রাস্টই ফ্যাশন ট্রেন্ড

ট্রাম্পের হেয়ার স্টাইল নিয়ে বহু চর্চা হয়েছে। অনেকে মনে করতেন, তিনি উইগ পরেন। ট্রাম্প নিজে বহুবার তা অস্বীকার করেন। পরে জনপ্রিয় টিভি সঞ্চালক জিমি ফ্যালন একটি শো-এ সত্যিই ট্রাম্প উইগ পরেন কিনা, তা পরীক্ষা করে দেখেন।

হেয়ার স্টাইল কেন বদলে ফেললেন, তা নিয়ে যদিও প্রকাশ্যে এখনও পর্যন্ত মুখ খোলেননি ট্রাম্প। তবে সোশ্যাল মিডিয়ায় মজা করে অনেকে বলছেন, এখন ট্রাম্প দ্বিতীয় পজিশনে। সে কারণেই চুলের রং সোনালী থেকে নাকি রূপোলী হয়ে গিয়েছে!

Next Article