Jeans: হাই ওয়েস্ট স্কিনি নাকি স্ট্রেইট ফিট জিন্স, কীসে মানাবে আপনাকে? রইল প্রয়োজনীয় টিপস
Perfect Jeans Tips: হাঁটুর নীচ থেকে যে সব জিন্স চওড়া হয় তাই হল ফ্লেয়ার্ড জিন্স। যাদের চেহারা ন্যাশপাতি আকৃতির তাদেরকে বেশ মানায় এই জিন্স
এককালে শ্রমিক শ্রেণীর পোশাক হিসেবেই ধরা হত জিন্সকে। বর্তমানে সর্বসাধারণের পোশাক হল জিন্স। এককালে মেয়েরা জিন্স পরলে নানা কটূ মন্তব্য উড়ে আসত। এখন আমাদের দেশেও ৮-৮০ বছর পর্যন্ত সকলেই জিন্স পরছেন। এমনকী নানা কায়দার জিন্স পাওয়া যায় এক বছর বয়স থেকেই। জিন্সেও এখন নানা কাট থাকে। আগেকার সেই প্যারালাল জিন্সের চাহিদা এখন আর নেই। হাই ওয়েস্ট জিন্স, স্ট্রেট ফিট জিন্স, ফ্লেয়ার্ড জিন্স, বয়ফ্রেন্ড জিন্স, বুটকাট, মম জিন্স কতকিছু। তবে সব রকম জিন্স সকলকে মানায় না। গরমে ঢিলে ঢালা জিন্স খুবই ফ্যাশানে ইন। ক্রপ টপের সঙ্গে দেখতেও খুব ভাল লাগে। তবে এই জিন্স আবার সকলকে মানায় না। তেমনই স্ট্রেট ফিট জিন্স পরলেও যে সবাইকে রোগা লাগবে এমন নয়। জিন্সের কাট আর ওয়াশের উপর নির্ভর করে জিন্সের স্টাইল।
খুব যাঁরা রোগা তাদের কিন্তু মোটেই ভাল লাগে না হাই ওয়েস্ট জিন্স। যাঁদের কোমর সামান্য মেদবহুল, কার্ভি টোন রয়েছে তাঁদেরকে এই হাই ওয়েস্ট জিন্স বেশি ভাল মানায়। এতে কোমরের অতিরিক্ত মেদও ঢাকা পড়ে যায়। ক্রপ টপ বা স্টাইলিশ যে কোনও টপের সঙ্গে দেখতে ভাল লাগে এই সব হাই ওয়েস্ট জিন্স।
যাঁদের চেহারা আয়তকার তাঁদেরকে খুব ভাল মানায় এই স্ট্রেট ফিট জিন্স। আর গরমের দিনে এই এই স্ট্রেট ফিট জিন্স খুবই আরামদায়ক। যে কোনও কিছুর সঙ্গেই ভাল লাগে এই জিন্স। টপ, টি-শার্টের সঙ্গে যেমন পরা যায় তেমনই কুর্তি দিয়েও কিন্তু পরা যায় এই স্ট্রেট ফিট জিন্স। এই রকম জিন্স পরলে পা এর শেপ ঠিক থাকে। যাঁদের পা রীতিমতো টোনড তাদের আরও বেশি ভাল লাগে এই টাউপ জিন্সে।
হাঁটু থেকে নীচের দিকে ক্রমশ চওড়া যে জিন্স থাকে তার নাম ফ্লেয়ার্ড জিন্স। ন্যুডলস স্ট্রিপ টপের সঙ্গে এই রকম জিন্স দেখতে বেশ লাগে। তবে যাঁদের শরীর মেদবহুল তাদের কিন্তু এই রকম জিন্স ভাল লাগে না। রোগা লম্বাদের এই জিন্স বেশি ভাল লাগে।
একেবারে প্রথমের দিকে বুট কাট প্যান্টের চল ছিল সবচেয়ে বেশি। এই রকম জিন্স একটু ভারিক্কি চেহারাতেও মানিয়ে যায়। কুর্তি বা লং টপের সঙ্গে এই জিন্স দিয়ে সুন্দর স্টাইল করা যায়।
বয়ফ্রেন্ড জিন্স এখন খুবই জনপ্রিয়। এই জিন্স বেশ লুজ ফিটেড হয় আর তলার দিকে ইলাস্টিক দেওয়া থাকে। রোগা, মোটা সকলকেই এই জিন্সে বেশ মানায়। এছাড়াও এই জিন্স বেশ আরামদায়ক।