Madhumita Sarcar: সাবেকি লাল বেনারসি, আলতা-রাঙানো পা আর ছোট্ট নথে নজর কাড়লেন এলোকেশী মধুমিতা
Saree Style: অধিকাংশ সময়ই মধুমিতাকে দেখা যায় ওয়েস্টার্ন পোশাকে। নিজের মেদহীন চেহারা বার বার ফ্লন্ট করেন তিনি। বোল্ড লুকে মধুমিতা এমনটাই দেখতে অভ্যস্ত সকলে
সাধারণত এমন লুকে তাঁকে দেখা যায় না। গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় হিটে মধুমিতা সরকারের কিছু ছবি। আর সেই ছবিতেই তাঁকে দেখা গিয়েছে শাড়িতে। তবে সেই সাড়ি লুকে রয়েছে পাশ্চাত্যের ছোঁয়া। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। কমেন্ট সেকশনেও অনেকে সেই প্রশ্ন তুলেছেন। অধিকাংশ সময়ই মধুমিতাকে দেখা যায় ওয়েস্টার্ন পোশাকে। নিজের মেদহীন চেহারা বার বার ফ্লন্ট করেন তিনি। বোল্ড লুকে মধুমিতা এমনটাই দেখতে অভ্যস্ত সকলে। কিছুদিন আগে মধুমিতা সাদা থানে তাঁর কিছু লুক শেয়ার করেছিলেন। তখন কেউ লিখেছিলেন চোখের বালির বিনোদিনী। আবার কেউ সরাসরি তুলনা করেছিলেন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে। এবার লাল বেনারসিতে বেশ কিছু ছবি শেয়ার করলেন মধুমিতা। এই ছবি দেখে আবার অনেকের মনে পড়ে যাচ্ছে গাইড সিনেমায় ওয়াহিদা রহমান অভিনীত চরিত্রটির কথা।
না, অভিনেত্রী নিজে সরাসরি কোথাও এই কথা বলেননি। নিজের এই ছবিতে তিনি ট্যাগ লাইনে লিখেছলেন- পিয়া তোসে ন্যায়না লাগে রে। সাবেকি লুকে মধুমিতাকে একেবারে অন্যরকম লাগছে দেখতে। হাত-পা রাঙানো আলতায়, হাতে সবুজ কাঁচের চুড়ি, নাকে নথ, পায়ে মল, টানা ঝুমকো দুল, খোলা চুল- এ মধুমিতাকে চেনা দায়। বেনারসি, মেকআপ সব কিছুই ভীষণ রকম সুন্দর। কথায় বলে Old Is Gold। যতই স্টাইলে নিত্য নতুন ঘরানা আসুক না কেন পুরনো দিনের শাড়ি, গয়নার ঐতিহ্য এখনও যেন ম্লান হয়নি। ভারী কাজের গয়না, নকশা, স্টাইল সবই চোখ জুড়ানো।
মধুমিতার লাল বেনারসি সকলের নজর কেড়েছে। শাড়ির গায়ে সোনালী কাজের ছোট ছোট বুটি দারুণ লেগেছে দেখতে। নজরকাড়া পাড়ের নকশাও। এই শাড়িটিও বেশ কায়দা করে পরেছেন তিনি। সাধারণত দক্ষিণ ভারতীয় মহিলারা এভাবে পেঁচিয়ে শাড়ি পরেন। ভারতনাট্যম নৃত্য শিল্পীদেরও এভাবে শাড়ি পরতে দেখা যায়। খোলা চুলে ঢেউ খেলানো, কপালে ছোট্ট লাল টিপ, চোখের কাজল একেবারে মোহময়ী লুকে ধরা দিয়েছেন তিনি। শাড়ির সঙ্গে মানানসই লাল ব্রোকেটের ব্লাউজও পরেছেন তিনি। মধুমিতার এই লুকের স্টাইলিং করেছেন মাধব সরকার। বেনারসি এই ভাবে দক্ষিণ ভারতীয় কায়দায় পরতে পারেন আপনিও। দেখতে অন্যরকম লাগবে আর ভালও লাগবে