Monami Ghosh: ফ্লোরাল প্রিন্টের বিকিনিতে মৎসকন্যা মনামী, জলপরী বললেন টলিউডের বন্ধুরা
Fashion Tips: ৪০ ছুঁই ছুঁই মনামীর উপচে পড়া গ্ল্যামারে রীতিমতো অবাক তাঁর ফ্যানেরাও। রঙিন ঝলমলে ব্রালেট আর স্লিট স্কার্টে মনামীর থেকে চোখ ফেরানো দায়
টলিউডের একমাত্র অভিনেত্রী যাঁর বয়সের কাঁটা ক্রমশই পিছনের দিকে ঘুরে চলেছে। তিনি হলেন মনামী ঘোষ। সদ্য থাইল্যান্ড থেকে নিজের জন্মদিন উদযাপন করে ফিরলেন। বয়স তাঁর চল্লিশ ছুঁই ছুঁই। কিন্তু গ্ল্যামারের ছটা যেন সেই ২২ বছরের যুবতীর মতো। সময় পেলেই ঘুরতে যেতে ভালবাসেন মনামী। কখনও সোলা ট্রিপ আবার কখনও সঙ্গে থাকেন প্রেমিক ফটোগ্রাফার। সব মিলিয়ে দিব্যি রঙিন দিন কাটছে তাঁর। দোল অবশ্য কলকাতাতেই কাটালেন অভিনেত্রী। তবে তার আগে তাঁর ট্রাভেল ডায়েরি থেকে যে সব ছবি শেয়ার করলেন তা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে মনামীর ফ্যানেদের। বাইরের তাপমাত্রা ক্রমশ বাড়ছে আর তার সঙ্গেই পাল্লা দিয়ে উত্তাপ চড়াচ্ছেন মনামীও। থাইল্যান্ডের নীল জলে দাঁড়িয়ে বিকিনি আর টাই-ডাই হোলি স্কার্টে দারুণ কিছু ছবি শেয়ার করলেন মনামী। যা দেখে প্রায় হার্ট অ্যার্টাক হওয়ার জোগাড় ২২ বছরের যুবকদের।
মনামীর শরীরে কোথাও অতিরিক্ত মেদ নেই। যে কারণে অভিনেত্রী বার বার তাঁর মেদহীন ফিগার ফ্লন্ট করতে ভালবাসেন। মনামীর ফ্যাশান, স্টাইলিং আর বোল্ড লুক নিয়ে বরাবরই চর্চা হয় সোশ্যাল মিডিয়াতে। ৪০ ছুঁই ছুঁই মনামীর উপচে পড়া গ্ল্যামারে রীতিমতো অবাক তাঁর ফ্যানেরাও। রঙিন ঝলমলে ব্রালেট আর স্লিট স্কার্টে মনামীর থেকে চোখ ফেরানো দায়। এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মনামী লিখলেন মৎসকন্যারাও কি হোলি খেলে? এই ছবিতে ইন্ডাস্ট্রির বন্ধুরাও উজাড় করে দিয়েছেন ভালবাসা। এক বন্ধু তো তাকে লিখেই বসলেন- জলপরী। সুতির এই ফ্লোরাল ব্রালেট বিকিনিতে ঝলমল করছেন মনামী। আর এই স্লিট স্কার্ট-বিকিনির রং এত উজ্জ্বল যে তাতে মনামীর বয়সও যেন খানিকটা কমে গিয়েছে। চুলে বিনুনি, কানে ম্যাচিং দুলে যে ভাবে তিনি স্টাইলিং করেছেন তার থেকে চোখ ফেরানো দায়।
মনামী দিন দিন যে হট আর সুন্দরী হচ্ছেন একথা বার বার কমেন্টে লেখেন তাঁর ফ্যানেরা। আর এই ছবি শেয়ার করার পর থেকেই কমেন্টে ভেসে যায় তাঁর সোশ্যাল মিডিয়া। কেউ আবার তাঁকে মিয়া খলিফা ২ ও বলেছেন। তবে সব মিলিয়ে দিন দিন সোশ্যাল মিডিয়ায় মনামীর যে জনপ্রিয়তা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।