Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monami Ghosh: পারদ চড়তেই বিকিনিতে Throwback মনামীর, ‘ঝাপসা ছবি’র অভিযোগ ফ্যানেদের

Monami In Bikini: বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন মনামী। ছবি দেখে কলকাতার উরফি লিখছেন ফ্যানেরা....

Monami Ghosh: পারদ চড়তেই বিকিনিতে Throwback মনামীর, 'ঝাপসা ছবি'র অভিযোগ ফ্যানেদের
আহা উত্তাপ কত সুন্দর...
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 7:05 PM

বয়সের কাঁটা তাঁর দিন দিন উল্টোদিকে ঘুরছে।  সামনের দিকে নয় বরং নিজিকে পিছিয়েই নিয়ে যেতে পছন্দ করেন এই নায়িকা। ছিপছিপে মেদহীন কোমর, আগুন ঝরানো রূপ, অভিনয় আর নৃত্যের যুগলবন্দীতে মানুষের মন জয় করেছেন। বছর বছর ধরে তিনি  মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। ফ্যাশন, স্টাইল সব দিক দিয়েই নিজেকে ভীষণ ভাবে গ্রুম করেছেন মনামী। ফ্যাশন নিয়ে তিনি বেশ চর্চাতেই থাকছেন ইদানিং। মেটালের ড্রেসে অন্যরকম একটি স্টাইল স্টেটমেন্ট সেট করেছিলেন তিনি। আর সেই সব ছবি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।  এবারে জন্মদিন উপলক্ষ্যে থাইল্যান্ড পাড়ি দিয়েছিলেন নায়িকা। থাইল্যান্ড সিরিজের বেশ কিছু ছবি আগেও শেয়ার করেছেন মনামী। তবে গরম বাড়তেই নিজের বেশ কিছু বিকিনি-ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতেও উত্তাপ বাড়িয়েছেন তিনি। ডুব দিয়েছেন থাইল্যান্ড স্মৃতিতে।

থাইল্যান্ডে এবার বিকিনি, মনোকিনিতে একাধিক ছবি তুলেছেন তিনি। এর আগে সেই সব ছবি শেয়ার করে প্রশ্রংসাও কুড়িয়েছেন। নীল আর ফ্লুরোসেন্ট রঙের কম্বিনেশন বিকিনিতে সমুদ্র পাড়ে বসে মনামী যে তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁচ্ছে দিয়েছেন তা নিঃসন্দেহে বলা যায়। খোলা চুল, টোনড বডিতে আসাধারণ লাগছে তাঁকে। নিজের সময় তিনি নিজের মতো করেই একান্তে উপভোগ করছেন। এই ছবি পোস্ট করার পর মনামীর ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। কত সংযম, অধ্যবসায় না থাকলে যে এমন বিকিনি বডি তৈরি হয় না একথাও একাধিক মানুষ লিখেছেন। চাবুকের মতন শরীর মনামীর। মেদের লেশমাত্রও নেই। আর এমন চাবুকের মত চেহারা তৈরি করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় নায়িকাকে।

সমুদ্রের পাড়ে এমনই উদ্দাম রূপই তো মানানসই। তবে ফ্যানেদের অভিযোগ একটাই। এই বিকিনি পরিহিত যে কয়েকটি ছবি মনামী শেয়ার করেছেন সেই সব কটি ছবিই বেশ ঝাপসা। তাই তাঁদের অনুরোধ বিকিনিতে যেন আরও কিছু স্পষ্ট ছবি শেয়ার করেন নায়িকা। মনামী শুনছেন?