Swastika Dutta: লেদার ব্রালেট, লিনেন জ্যাকেট আর ড্র্যাপড স্কার্টে চূড়ান্ত ফ্যাশনিস্তা স্বস্তিকা
Fashion And Style: জ্যাকেটটা দেখতে খুবই সুন্দর সেই সঙ্গে ড্র্যাপড স্কার্টটিও। আর এমন ফ্যাশনেবল পোশাকের সঙ্গে দারুণ মানানসই মেকআপও করেছেন স্বস্তিকা। ডিজাইনার অভিষেক দত্তর থেকে এই পোশাক নিয়েছিলেন তিনি

একটা সময় তাঁর শরীরে অল্পস্বল্প মেদ ছিল। বর্তমানে সেই মেদ ঝরিয়ে তিনি একেবারে স্লিম অ্যান্ড ট্রিম। একই সঙ্গে তাঁর শরীর এখন অনেক বেশি টোনড। নিজের টোনড ফিগার বানানোর পর থেকেই স্বস্তিকা বেশি বেশি করে ফটোশ্যুট করছেন। অধিকাংশ সময়েই তাঁকে দেখা যায় ওয়েস্টার্ন পোশাকে। শাড়িতেও দেখা যায় তবে স্বস্তিকাকে ওয়েস্টার্নে দেখতেই সবচেয়ে বেশি ভাল লাগে। অনায়াসে তিনি টেক্কা দিতে পারেন নামী যে কোনও মডেলদের সঙ্গে। কুল-ক্যাজুয়াল লুকে যেমন স্বস্তিকাকে দেখতে ভাললাগে তেমনই স্কার্ট, প্যান্ট, ড্রেসেও তাঁকে খুব ভাল লাগে। ফাটাফাটি সিনেমার স্বস্তিকার অভিনয় সকলের মন কেড়ে নিয়েছে। এখন সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজ আর সিনেমাতেও দেখা যাচ্ছে তাঁকে। কিছুদিন আগে স্বস্তিকা শিরোনামে ছিলেন তাঁর সম্পর্ক নিয়ে চর্চায়। গায়ক শোভনের সঙ্গে ব্রেকআপের পর নানা জল্পনা ছিল তুঙ্গে।
তবে সে সব এখন অতীত। দুজনেই ব্যস্ত নিজের মত কাজে, নিজের জগতে। স্বস্তিকা প্রায়শই তাঁর নিজের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই প্রতিটা ছবিই তাক লাগানো। কিছুদিন আগে স্বস্তিকা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি দেখে প্রেমে পড়ে গিয়েছেন সকলেই। প্রিন্টেড লেদার ব্রালেট, রাফেল স্লিভ লিলেন জ্যাকেট আর ড্র্যাপড স্কার্টে দারুণ লাগছিল তাঁকে দেখতে।
জ্যাকেটটা দেখতে খুবই সুন্দর সেই সঙ্গে ড্র্যাপড স্কার্টটিও। আর এমন ফ্যাশনেবল পোশাকের সঙ্গে দারুণ মানানসই মেকআপও করেছেন স্বস্তিকা। ডিজাইনার অভিষেক দত্তর থেকে এই পোশাক নিয়েছিলেন তিনি। চোখ ধাঁধানো তাঁর আই মেকআপ। চোখের উপর আইশ্যাডো দিয়ে খুব সুন্দর করে স্টারও এঁকেছেন তিনি। কানে স্টেটমেন্ট দুল, টেনে চুল বেঁধেছেন আর ন্যুড শেডের লিপস্টিকে তাঁর থেকে চোখ ফেরানো দায়। স্বস্তিকার এই ছবি দেখলে বাহবা দেবেন আপনিও। তবে আপনার শরীরে যদি কোনও মেদ না থাকে তবেই এমন পেশাক পরুন, নইলে কিন্তু দেখতে ভাল লাগবে না।
