Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Footwear Market In Kolkata: শাড়ির সঙ্গে ফ্ল্যাট, হিল নাকি স্নিকার্স বাজেট বাঁচিয়ে কোথায় কিনবেন? রইল কলকাতার সেরা দোকানের হদিশ

Ladies Shoes Market: অনলাইনের থেকেও কম দামে জুতো পাবেন এই সব দোকান থেকে। যাঁরা হিল পরতে পছন্দ করেন না তাঁরা ফ্ল্যাট কিনতে পারেন। এক্ষেত্রে ২৫০ টাকাতেই পেয়ে যাবেন সেই সব জুতো। ট্রেন্ডি জুতো আর ব্যাগের জন্য মেট্রোপ্লাজা খুবই পরিচিত নাম

Footwear Market In Kolkata: শাড়ির সঙ্গে ফ্ল্যাট, হিল নাকি স্নিকার্স বাজেট বাঁচিয়ে কোথায় কিনবেন? রইল কলকাতার সেরা দোকানের হদিশ
কোথায় কিনবেন পছন্দের জুতো
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 6:55 PM

পুজো মানেই সব কিছু নতুন চাই। নতুন জামা, জুতো, রুমাল থেকে শুরু করে পারফিউম। আসলে এই চারটে দিনের জন্যই থাকে বছরভর অপেক্ষা। একটা বিজয়া দশমীর পর থেকেই শুরু হয়ে যায় পরের পুজোর প্ল্যানিং। পুজোর আগে কাজ শেষ করার যেমন তাড়া থাকে তেমনই তাড়া থাকে বাড়ি ফেরার। বছরের এই একটামাত্র সময়ই তো সব বন্ধু-আত্মীয়দের সঙ্গে মোলাকাত হয়। কাজের প্রয়োজনে সারা বছর অনেককেই বাড়ির বাইরে পড়ে থাকতে হয়। নতুন বছরের ক্যালেন্ডার আসলেই প্রথমে নজর যায় পুজোর তারিখের দিকে। কবে ষষ্ঠী তা দেখে নেওয়ার পর থেকেই চলে ছুটির পরিকল্পনা। সারারাত হেঁটে ঠাকুর দেখে নতুন জুতোয় ফোস্কা না পরলে আর পুজোয় ঠাকুর দেখার মানে কী!

শাড়ি-জামা তো হল এবার কিনে ফেলুন পোশাকের সঙ্গে মানানসই জুতো। পছন্দসই জুতোর প্রচুর সম্ভার পাবেন ময়দান মেট্রোর সামনে মেট্রো প্লাজাতে। এই মলের তৃতীয় তল হল জুতোর স্বর্গরাজ্য। ঠিক যেমন জুতো চাই তেমনই পেয়ে যাবেন এই মেট্রোপ্লাজাতেই। সিন্ড্রেলা শ্যু, স্টিলেটো, প্ল্যাটফর্ম হিলস, পেনসিল হিলস, জুতি, ফ্ল্যাট, হ্যান্ডওয়ার্কের কাজ করা স্যান্ডেল- সল কিছুই পেয়ে যাবেন এখানে। যেমন পোসাক কিনেছেন তার সঙ্গে মানানসই জুতো পেয়ে যাবেন। দাম শুরু ৩০০ টাকা থেকে। বেশ কিছু হিলের উপর রয়েছে ডিসকাউন্টও।

অনলাইনের থেকেও কম দামে জুতো পাবেন এই সব দোকান থেকে। যাঁরা হিল পরতে পছন্দ করেন না তাঁরা ফ্ল্যাট কিনতে পারেন। এক্ষেত্রে ২৫০ টাকাতেই পেয়ে যাবেন সেই সব জুতো। ট্রেন্ডি জুতো আর ব্যাগের জন্য মেট্রোপ্লাজা খুবই পরিচিত নাম। কলেজ পড়ুয়াদের এখানে আনাগোনা লেগেই থাকে। স্টাইলিশ এবং ভাল মানের জুতো এখানে পেয়ে যাবেন খুব কম বাজেটের মধ্যে। আজকাল সব কিছুই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। বেশ কিছু দামী ব্র্যান্ডের রেপ্লিকাও পেয়ে যাবেন এখান থেকে। আর মাত্র কয়েকটা দিন পরই মহালয়া। এখন ঠাকুর দেখা শুরু হয়ে যায় পঞ্চমী থেকেই। তার আগেই কিনে আনুন পছন্দের জুতো। সঙ্গে ব্যাগ নিতেও ভুলবেন না কিন্তু।