Oindrila Sen: বিশেষ মানুষের জন্য লাল সালোয়ার, চুড়ি আর খেজুর বেনিতে লাজে রাঙা ঐন্দ্রিলা, ছবি দেখেছেন?
Ethnic Fashion: লাল সালোয়ার, ওড়না, স্টাড ইয়াররিং, এক হাতভর্তি লাল চুড়ি, কপালে ছোট্ট টিপ আর খেজুর বিনুনিতে খুব সুন্দর দেখতে লাগছে তাঁকে। এমন বেনী Fishbone Hair Braid নামেই পরিচিত

জিরো সাইজ ফিগারে কোনও দিনই বিশ্বাসী ছিলেন না তিনি। বরং একটু গোলগালই ছিলেন এই নায়িকা। গালে, কোমরে মেদ। এখনকার নায়িকাদের মত মেদবর্জিত চেহারা পেতে জিম অথবা কঠোর ডায়েট- এই দুই ছিল তাঁর না পসন্দ। নিজের অভিনয়ের জেরেই বাড়ির ড্রইংরুমে তিনি স্থায়ী জায়গা করে নিয়েছেন। তিনি ঐন্দ্রিলা সেন। আগের দুষ্টুর সঙ্গে এখনকার ঐন্দ্রিলার অবশ্য কোনও মিল নেই। অতিরিক্ত ওজন ঝরিয়ে তিনি এখন স্লিম অ্যান্ড ট্রিম। শরীরে আর অতিরিক্ত মেদ নেই। জ লাইন এখন স্পষ্ট ঐন্দ্রিলার। মুখের মেদও অনেকখানি ঝরে গিয়েছে। এই ওজন ঝরানোর কারণ নিজেই একবার স্পষ্ট করে বলেছিলেন ঐন্দ্রিলা। তা হল ওজন বেশি থাকার কারণে তিনি মনোমত কাজের সুযোগ পাচ্ছিলেন না। সব জায়গাতেই এখন ছিপছিপে, ত্বন্বীদের রমরমা।
ঐন্দ্রিলা খুব বেশি যে ফ্যাশন শ্যুট করেন তা নয় তবে মাঝেমধ্যেই নিজের নানা মুহূর্তের ছবি তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে। কখনও শাড়ি, কখনও ড্রেস কখনও জিন্স…নিজের পছন্দমত পোশাক পরতেই পছন্দ করেন তিনি। যদিও ইন্ডিয়ান পোশাক তাঁর বেশি পছন্দের। সম্প্রতি লাল রঙের ন্যুডলস স্ট্রিপের একটি সালোয়ারে দেখা গেল তাঁকে। লাল সালোয়ার, ওড়না, স্টাড ইয়াররিং, এক হাতভর্তি লাল চুড়ি, কপালে ছোট্ট টিপ আর খেজুর বিনুনিতে খুব সুন্দর দেখতে লাগছে তাঁকে। এমন বেনী Fishbone Hair Braid নামেই পরিচিত। ট্র্যাডিশন্যাল এই পোশাকে যে কোনও মেয়েকেই দেখতে ভাল লাগে। আর ঐন্দ্রিলা তার ব্যতিক্রম নন। এই ছবি পোস্ট করে সোয্যাল মিডিয়ায় ক্যাপশনে তিনি লিখেছেন- শুধু তোমারই জন্য, সঙ্গে লাল গোলাপের ইমোজি। বুঝতে পারলেন কি কোন বিশেষ মানুষের কথা বলতে চাইলেন তিনি! আজকাল সালোয়ারের চল অনেকটাই কমেছে। তবে মাঝেমধ্যে এমন এথনিক লুক দেখতে কিন্তু খুব ভাল লাগে।
বর্তমানে হাতে অজস্র কাজ রয়েছে ঐন্দ্রিলার। অনেক সিনেমাতে দেখা যাচ্ছে তাঁকে। আর কাজের ফাঁকে সময় পেলেই অঙ্কুশের সঙ্গে ঘুরতে বেড়িয়ে পরেন তিনি। ঘুরতে খুবই ভালবাসেন তাঁরা দুজনে। কিছুদিন আগেই গ্রীস থেকে ঘুরে এসেছেন। আর আগে গিয়েছিলেন আইসল্যান্ড। সেখান থেকে যুগলে একাধিক ছবিও শেয়ার করেছেন।





