Koushani Mukherjee: কালো অফশোল্ডার গাউন আর ম্যাট ফিনিশ মেকআপে দারুণ পোজে উষ্ণতা ছড়াল কৌশানী
Fashion And Style: এই কালো গাউনে কৌশানিকে দেখতে লাগছে খুবই সুন্দর। কৌশানির এমন রূপের ছটায় গরম বাড়ছে কলকাতায় এমন মন্তব্যও করেছেন অনেকে

ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট তেমন একটা করতে ভালবাসেন না এই নায়িকা। তবে ঘুরতে গেলে তাঁকে নানা স্টাইলিশ আউটফিটে দেখা যায়। অধিকাংশ সময় সঙ্গী ওয়েস্টার্ন আর প্রেমিক বনি সেনগুপ্ত। শাড়ির পরিবর্তে রকমারি গাউনই পছন্দ এই নায়িকার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে কালো গাউন আর পছন্দের পোজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন কৌশানী মুখোপাধ্যায়। আর এই সব ছবিতেই বেশ সুন্দর দেখতে লাগছে তাঁকে। বরাবরই কৌশানীর চোখ দুটি খুব সুন্দর। আর তাই চোখের মেকআপ বেশ যত্ন করেই করেন তিনি। কালো অফ শোল্ডার এই গাউনটি পারফেক্ট পার্টি ওয়্যার। উইকএন্ডের পার্টিতে স্বচ্ছন্দে বেছে নেওয়া যায়।
এই গাউনের সঙ্গে ত্রিভুজ আকৃতির একটি স্টাড ইয়াররিং বেছে নিয়েছেন তিনি। অতিরিক্ত আর কোনও গয়না নেই। একটা মাত্র কানের দুলেই পুরো সাজ কমপ্লিট করেছেন। পোশাকের সঙ্গে মানানসই কোশানীর মেকআপও। একদম ম্যাট ফিনিশে মেকআপ করেছেন। ঠোঁটে লিপস্টিকের পরিবর্তে লিপগ্লস ব্যবহার করেছেন। চুলে এনেছেন ওয়েভি টাচ। শুক্রবারের পার্টির জন্য কৌশানী একদম তৈরি। এই সুন্দর লুকে কৌশানী ক্যামেরায় যে কয়েকটি পোজ দিয়েছেন সবকটিই খুব সুন্দর। এমন মনমোহিনী লুকে প্রেমিক বনি সেনগুপ্তকেও নতুন করে প্রেম নিবেদন করলেন নায়িকা। সঙ্গে ক্যাপশনে এরকমও লিখলেন যে- তোমার প্রতীক্ষায় বসে আছি।
অভিনয় ছাড়াও একাধিক ব্শির্প্রাযান্ডের হয়ে শ্যুট করেন অভিনেত্রী। সেই সব ছবিও ভাগ করে নেন নিজের সোশ্যাল মিডিয়াতে। করনানির কালেকশন থেকে এই গাউনটি বেছে নিয়েছেন অভিনেত্রী। তাঁর নিজের টিমের সঙ্গেই ফটোশ্যুটটি করেছেন। পার্টি ওয়্যার হিসেবে সব সময়ই হিট ব্ল্যাক। আর এই গাউনের কাট এত সুন্দর যে তাতে খুবই মানিয়েছে । যে কোনও অনুষ্ঠানে কিংবা পার্টিতে এই রকম গাউন বেছে নিতে পারেন আপনি।
