Sandipta Sen: প্যাচপ্যাচে গরমে শাড়ি পরতে হবে ভেবেই মাথায় হাত? স্লিভলেস ব্লাউজে এভাবে স্টাইল করলেই লুক HIT
Sandipta Sen Fashion: সন্দীপ্তার শরীরী গড়নে শাড়িতে তাঁকে খুবই সুন্দর লাগে। সিঙ্গেল বেস টোনের শাড়িই প্রথম পছন্দ তাঁর। আর এই সব শাড়িতে তাঁকে লাগছেও বেশ। এই গরমের দিনে অনুষ্ঠান বাড়ি, বিয়েবাড়ি এসব থেমে নেই

সদ্যই একটি জনপ্রিয় ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে অদিতি রায় পরিচালিত ওয়েব সিরিজ নষ্টনীড়। আর এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন। #metoo মুভমেন্টে নিয়েই এই সিরিজের প্রেক্ষাপট বুনেছেন পরিচালক। মুক্তির পর থেকেই এই সিরিজ নিয়ে বেশ চর্চা চলছে নেটমাধ্যমে। আর সেই চর্চায় রয়েছে সন্দীপ্তার অভিনয়ও। একাধিক সিরিয়াল, সিনেমা, সিরিজে অভিনয়ের পরও এখন অনেক দর্শকের কাছে তিনি দুর্গা নামেই পরিচিত। অভিনয় ছাড়াও সন্দীপ্তার আরও একটি পরিচয় রয়েছে। সন্দীপ্তা একজন মনোবিদও। কোভিড পরবর্তী সময়ে অনলাইনে কাউন্সেলিং করেন তিনি। বরাবরই অন্য রকম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সন্দীপ্তাকে। নিজের চরিত্র নিয়ে একাধিক এক্সপেরিমেন্টও করেন তিনি। প্রতবাদী চরিত্র হিসেবেও সুপরিচিত সন্দীপ্তা।
অবসর সময়ে বেড়ানো আর নাচ এই দুই নিয়েই থাকেন তিনি। এই সঙ্গে প্রশংসনীয় সন্দীপ্তার ফ্যাশন সেন্সও। অধিকাংশ সময়ই শাড়িতে দেখা যায় তাঁকে। যে কোনও অনুষ্ঠানে শাড়ি-ই তাঁর প্রথম পছন্দ। যদিও বেড়াতে গেলে ওয়েস্টার্নেই বেশি দেখা যায় তাঁকে। সন্দীপ্তার ইন্সটাগ্রাম ঘাঁচলে এমন বেশ কিছু ছবি দেখা যায় যেখানে তাঁকে দেখা গিয়েছে স্লিভলেস ব্লাউজে। আর প্রতিটি ছবিতেই তাঁকে বেশ সুন্দর লাগছে।
সন্দীপ্তার শরীরী গড়নে শাড়িতে তাঁকে খুবই সুন্দর লাগে। সিঙ্গেল বেস টোনের শাড়িই প্রথম পছন্দ তাঁর। আর এই সব শাড়িতে তাঁকে লাগছেও বেশ। এই গরমের দিনে অনুষ্ঠান বাড়ি, বিয়েবাড়ি এসব থেমে নেই। আর এমন দিনে শাড়ি পরার কথা ভাবলেই আঁতকে উঠতে হয়। তবে স্লিভলেস ব্লাউজে এই ভাবে স্টাইলিং করতে পারেন আপনিও। ট্র্যাডিশন্যাল সিল্ক কিংবা হ্যান্ডলুমের শাড়িতে স্লিভলেস ব্লাউজ দেখতে বেশ লাগে। এছাড়াও বর্তমানে সাদা শাড়ি বেশ চলছে। এই শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ দেখতেও বেশ লাগে। গরমের দিনে শ্বেতশুভ্র সাজ চোখেও আরাম দেয়। শাড়িতে যে কোনও মেয়েকেই লাগে সুন্দরী। আর তাই সাত-পাঁচ না ভেবে সন্দীপ্তার মত এমন স্টাইল করতে পারেন আপনিও।