Ethnic Fashion Tips: বিয়েতে চাই রয়্যাল ব্রাইডাল লেহেঙ্গা! নজর কাড়তে রইল ট্রেন্ডি এমব্রয়ডারির টিপস

Bridal Lehenga: বর্তমানে বিয়ে উপলক্ষ্যে কোনগুলি বেশি ট্রেন্ডি, কোনগুলি রয়্যাল লুকের সঙ্গে একদম মানানসই, সেগুলি আগে থেকে জেনে নেওয়া দরকার। আপনাদের সুবিধার্থে এখানে রইল কিছু জরুরি টিপস...

Ethnic Fashion Tips: বিয়েতে চাই রয়্যাল ব্রাইডাল লেহেঙ্গা! নজর কাড়তে রইল ট্রেন্ডি এমব্রয়ডারির টিপস
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 5:29 PM

বিয়ের দিন (Wedding Day) সামনে এগিয়ে আসছে। কিন্তু জীবনের বিশেষ ও গুরুত্বপূর্ণ দিনে কেমন পরবেন পোশাক, তার সঙ্গে সাজ কেমন হবে, তা এখনও ঠিক করে উঠতে পারেননি। বর্তমানে বেনারসির (Benarasi Saree) পাশাপাশি লেহেঙ্গাকেও বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাঙালি মতে বিয়ে হলেও, বিয়ের রিসেশনে চাই নজরকাড়া সুন্দর বলিউড স্টাইলের লেহেঙ্গা (Designer Lehenga)। তবে এখন অনেক সুন্দর সুন্দর কাজ করা ডিজাইনার লেহেঙ্গা পাওয়া যায়। কিন্তু আপনার মনে যদি রয়্যাল ব্রাইডাল লুকের উপর নজর থাকে তাহলে সেই আশা পূরণ করতে পারেন অনায়াসে। কিন্তু নিজে লুকের সঙ্গে চাই সুন্দর এমব্রয়ডারির ট্রেন্ডি লেহেঙ্গার স্টাইল। রয়্যাল বিয়ের লুক যেমন দেবে তেমন বিয়ের রিশপশেনে নিজেকে মহারাণী ভাবতেও কুন্ঠাবোধ করবেন না। সত্যিই সেদিন আপনি একজনের মহারাণী।ক্লাসিক লেহেঙ্গা ডিজাইনে যেমন শিল্পের ছোঁয়া থাকে, তেমনি এথনিক ফ্যাশনেও এর গুরুত্ব রয়েছে হাজার বছর ধরে। তার মধ্যে হায়দরাবাদি ব্রাইডাল লুক অন্যতম।

বর্তমানে বিয়ে উপলক্ষ্যে কোনগুলি বেশি ট্রেন্ডি, কোনগুলি রয়্যাল লুকের সঙ্গে একদম মানানসই, সেগুলি আগে থেকে জেনে নেওয়া দরকার। আপনাদের সুবিধার্থে এখানে রইল কিছু জরুরি টিপস…

ভারি আরি এমব্রয়ডারি- অত্যন্ত প্রাচীন যুগ থেকে আরি কাজের প্রশংসা রয়েছে। বিয়ের জন্য রয়্যাল লুকের জন্য এই ধরনের এমব্রয়ডারির এখনও প্রবণতা রয়েছে। সূঁচের মত একটি কলম দিয়ে করাএই কাজ একটি কাঠের ফ্রেমের মধ্যে ছড়িয়ে দিয়ে তার উপর সুন্দর করে মেরুন, লাল ও ট্যানজারিন দিয়ে কাপড়ের উপর তৈরি করা হয়। বু পুরনো পদ্ধতিতে রেশমের সুতো. পাথর, চামিক্কি ও আরও অনেক কিছু দিয়ে জটিল ও ভারি নকশা তৈরি করা হয়।

আর্টি জারদৌসি কারুকাজ করা লেহেঙ্গা- পিঙ্ক ও জারদৌসি একসঙ্গে দারুণ চলে। জারদৌসির কাদ ১৯৪৭ সালের পর থেকে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সোনা ও রূপা র ধাতুর তার গিয়ে করা এই এমব্রয়ডারি অত্যন্ত ব্যয়বহুল। এটিযেমন মূল্যেরই হোক না কেন, রয়্য়াল লুক এমনিই চলে আসে। ভারি ও সমৃদ্ধি কারুকাজ করা সূচিকর্মগুলি ছোট ছোট মোটিফ হিসেবে অমূল্য করে তোলা হয়। প্য়াটার্নযুক্ত ডিজাইনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে অনেক জটিল হয়ে গিয়েছে। এই ধরনের এমব্রয়ডারির লেহেঙ্গা মোঘল ও রাজরাজাদের সময় থেকে চালু। তাই বিয়ের দিনে সত্যিকারে রয়্যাল লুক পেতে হলে জারদৌসি কাজের লেহেঙ্গাকে বেছে নিতে পারেন।

বারোক জরি কাজের লেহেঙ্গা– জরির কাজ হল লেহেঙ্গা ডিজাইনে ব্যবহৃত প্রাচীনতম এমব্রয়ডারির শিল্পকর্মগুলির মধ্যে অন্যতম। বিয়ের দিন বা কাপল ড্রেসের জন্য দারুণ মানানসই। ব্রাইডাল লেহেঙ্গাটি বেশিরভাগটাই থাকে পাথর ও জরির কাজ দিয়ে ডিজাইন করা হয়েছে। তার মধ্যে থাকে সাদা পুতির কাজ। এমন ডিজাইনের লেহেঙ্গা অনেকটা মার্জিত ও দুর্দান্ত দেখায়। বারোক জরি কাজের লেহেঙ্গা সূচিকর্মে বুনতে ধাতবে থ্রেড ব্যবহার করা হয়। সিল্কের লেহেঙ্গা কাপড়ের সহ্গে সবচেয়ে ভাল যায়। একটি রঙিন দোপাট্টার সঙ্গে লেহেঙ্গা জোড়া লাগানো হলে ব্রাইডাল লেহেঙ্গাটিতে রয়্যাল লুকের জন্য আরও আকর্ষণীয় হয়ে যায়।

মখমল লেহেঙ্গা- ভেলভেট কাপড়ে লেহেঙ্গা বর্তমানে রয়্যাল লুকের জন্য আদর্শ বাছাই। কারণ মখমলের ফ্য়াব্রিক ড্রেপগুলিকে সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করে। ব্রাইডাল ড্রেসের জন্য ফ্যাব্রিকটিতেই যদি রয়্যাল লুক আনা যায় তাহলে তো কথাই নেই। এমন লেহেঙ্গার নিজস্ব একটা চমক রয়েছে। একটি রাজকীয় মানের স্পর্শ রয়েছে এতে। মখমলের লেহেঙ্গা যেমন আকর্ষণীয় তেমনি দেখামাত্রই কিনতে ইচ্ছে করবে। বর্তমানে বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গা বেছে নেওয়ার সুবিধা রয়েছে।