Fashion Makeover Tips: পুরনো শাড়ি থেকে পছন্দের পোশাক বানিয়ে ফেলুন, সাশ্রয় আর ফ্যাশন দুটোই হবে তরতরিয়ে…
আপনি কিন্তু চাইলেই পুরনো শাড়ি দিয়ে অনেক নতুন নতুন স্টাইলের ড্রেস বানিয়ে নিতে পারেন। দরকার একটু সৃজনশীলতা আর একটু বুদ্ধি খরচ, তাহলেই বাজেটের মধ্যেই ফ্যাশন মেকওভার করতে পারেন।
মাসের মাঝামাঝি সময় থেকেই খরচার হাতে একটু টান পড়েই। আর মাসের শেষের দিকে তো ছেড়েই দিন, যেন হাহাকার পরিস্থিতি। কিন্তু সেই সময়েও আপনি পছন্দের ফ্যাশন (Fashion) ক্যারি করতে পারবেন। পুরনো শাড়ি (Old Saree) দিয়ে করুন ফ্যাশন মেকওভার (Fashion Makeover) করার। আপনি কিন্তু চাইলেই পুরনো শাড়ি দিয়ে অনেক নতুন নতুন স্টাইলের ড্রেস বানিয়ে নিতে পারেন। দরকার একটু সৃজনশীলতা আর একটু বুদ্ধি খরচ, তাহলেই বাজেটের মধ্যেই ফ্যাশন মেকওভার করতে পারেন। কীভাবে? আসুন, জেনে নেওয়া যাক…
কাফতান:
কাফতান ড্রেস কিন্তু আবার ফ্যাশনে ইন। নতুন কাফতান ড্রেস না কিনে আপনি পুরোনো শাড়ি দিয়েই তৈরী করে নিতে পারেন কাফতান ড্রেস। শাড়ির ফ্যাব্রিক শিফন কিংবা জর্জেট হলে খুব সুন্দর কাফতান তৈরী করা যাবে। ঠিক এভাবেই আপনার ফ্যাশন স্টেটমেন্ট একটা নতুন মাত্রা পাবে, তাও আপনার বাজেটের মধ্যেই।
গাউন:
ওয়ান-পিস গাউন সবাই পরতে ভালবাসে আর এখন এটা ফ্যাশন ট্রেন্ডেও ইন। একরঙা গাউন হোক কিংবা প্রিন্টেড অথবা প্যাচওয়ার্ক করা, যেরকমই হোক না কেন আপনি কিন্তু আপনার পুরনো শাড়ি দিয়ে দিব্যি একটা ওয়ান-পিস গাউন তৈরি করে নিতে পারেন এবং সেটাও কম খরচে।
কুর্তি:
অনেক সময় পুরনো শাড়ির সবটা খারাপ হয় না, কিছুটা জায়গা ফেসে যায় বা ছিড়ে যায়। আপনি কম খরচে একটা দারুন কুর্তি বানিয়ে নিতে পারেন পুরনো সেই শাড়ি দিয়ে। আপনার পছন্দ মতো কোনও ডিজাইন দিয়ে নিজেই অথবা দর্জিকে দিয়ে তৈরী করে নিন কুর্তি। যেহেতু শাড়ি কেটে এই কুর্তি তৈরি হচ্ছে, তাই দেখতেও বেশ অন্য রকম হবে। মানানসই পালাজো কিংবা ধুতি-সালোয়ার দিয়ে পরুন।
ফিউশন স্কার্ট:
ফিউশন স্কার্ট খুব ভাল লাগে দেখতে। পুরনো শাড়ি কেটে যদি স্কার্ট বানাতে চান তাহলে চেষ্টা করুন প্রিন্টেড শাড়ি দিয়ে তৈরি করানোর। প্রিন্টেড স্কার্ট আজকাল খুব চলছে। ক্রপ টপ কিংবা আপনার পছন্দ মতো যে কোনও টপের সঙ্গে আপনার শাড়ি কাটা স্কার্ট কিন্তু দারুন লাগবে দেখতে। আর এতে বেশি খরচও নেই।
বাচ্চার সঙ্গে টুইনিং ড্রেস:
যদি আপনার ছোট বাচ্চা থাকে এবং আপনারা মা-মেয়ে এক রকমের ড্রেস পরতে চান তাহলে পুরনো শাড়ি কেটে দুজনের জন্য এক রকমের ড্রেস বানিয়ে নিন। দেখতেও কিউট লাগবে আর কম খরচে দু’জনের দু’টো ড্রেস হয়ে যাবে।
আনারকলি:
এক রঙের শাড়ি আর তাতে পাড় বসানো থাকলে তা থেকে আনারকলি বানিয়ে নিন। আনারকলি বানানোর অনেক কাপড় লাগে যেহেতু আনারকলিতে অনেক কুচি হয় আর ফল বেশি হয়, আর সেই কাপড়টা আপনি আপনার পুরনো শাড়ি থেকে খুব সহজেই পেয়ে যাবেন।
তথ্যসূত্র: পপএক্সো
আরও পড়ুন: Alia Bhatt: ছবির প্রচারে কখনও ফ্লোরাল, কখনও আবার কালো-সাদা শাড়িতে উজ্জ্বল আলিয়া!