Fashion Trend: কাফতানেই বিয়েবাড়ির ফ্যাশন, পথ দেখালেন মাসাবা

Masaba Gupta: কাফতান পরে বিয়েবাড়ি যাবেন, এটা ভাবতে যাঁদের অসুবিধে হয়, তাঁদের জন্য ফ্যাশনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন মাসাবা।

Fashion Trend: কাফতানেই বিয়েবাড়ির ফ্যাশন, পথ দেখালেন মাসাবা
মাসাবার শেয়ার করা মডেলদের ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 5:08 PM

মাসাবা গুপ্তা। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। তাঁর কাজের প্রশংসা হয়েছে বিদেশেও। হাউজ অব মাসাবা তাঁরই তৈরি। সদ্য ওয়েডিং কাফতান লঞ্চ করেছেন তিনি।

কাফতান পরে বিয়েবাড়ি যাবেন, এটা ভাবতে যাঁদের অসুবিধে হয়, তাঁদের জন্য ফ্যাশনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন মাসাবা। কাফতান আসলে মরোক্কোর ট্র্যাডিশনাল পোশাক। লম্বা ঝুলের এই পোশাক সুলতানি আমলেও পরা হত। সেটাই এ বার পার্টি ওয়্যার হিসেবে পরিবেশন করলেন মাসাবা।

View this post on Instagram

A post shared by Masaba (@masabagupta)

উইকিপিডিয়ার তথ্য বলছে, রাশিয়ায় প্রথম পুরুষের পোশাক হিসেবে কাফতান ব্যবহৃত হত। পুরুষের লম্বা স্যুট। কোমরের কাছে বাঁধা। মধ্য এশিয়াতেও ব্যবহার করা হত এই পোশাক। মরোক্কোতে আবার কাফতানকে বলা হত তকচিতা। লম্বা বেল্ট দিয়ে পরা হত সেই পোশাক। দক্ষিণ আফ্রিকাতে কাফতান জাতীয় পোশাক পুরুষ এবং মহিলারা পরতেন। সতেরোশো শতকের শেষে আঠারোশো শতকের শুরুতে কাফতান জাতীয় পোশাক ভারতে প্রথম আসে।

View this post on Instagram

A post shared by Masaba (@masabagupta)

নতুন ধরনের প্রিন্ট ডিজাইন করেছেন মাসাবা। যাঁরা জমকালো পছন্দ করেন, তাঁদের জন্য যেমন কাফতান রয়েছে, তেমনই হালকা প্রিন্টেড কাফতানে সেজেও বিয়ে বাড়ি যেতে পারেন আপনি। হলুদ, গোলাপীর মতো প্যাস্টেল শেড ব্যবহার করেছেন ডিজাইনার।

View this post on Instagram

A post shared by Masaba (@masabagupta)

মডেলদের তাঁর ডিজাইন করা কাফতান পরিয়ে ছবি শেয়ার করে মাসাবা লিখেছেন, “যাঁর বিয়ে, তিনি মেহেন্দির দিন এমন কাফতান পরতে পারেন। অথবা নিমন্ত্রিত অতিথিরা পরতে পারেন। বিয়ের অনুষ্ঠান এখন অনেক সীমিত। তার মধ্যে এই মার্জিত সাজ বেছে নিতে পারেন”।

আরও পড়ুন, কলেজে ফ্যাশনেবল হতে চান? কোন কোন জিনিস সংগ্রহে রাখতে হবে?