Cheapest Jeans Market In Kolkata: সস্তায় ফ্যাশনেবল জিনস মাত্র ৩৫০ টাকায় কিনে নিন কলকাতার এই মার্কেটে
Fashion Tips: জিনস তো সব রকম দামেই পাওয়া যায় বাজারে। সব সময় দামি জিনস সবার পক্ষে কেনা সম্ভব হয় না। কারণ একটা ভাল জিনসের দাম পড়ে অন্তত ২০০০। এবার ৫০০ বা ৬০০ টাকায় যে সব জিন্স পাওয়া যায় তার কোয়ালিটি ভাল হয় না। ছোট থেকেই জিন্সের শার্ট, জ্যাকেটের প্রতি আমাদের একটা ঝোঁক থাকে তাই জিনস ফ্যাশনেবল হতে হবে

শখ করে যতই শাড়ি, চুড়িদার, কুর্তি এসব কেনা হোক না কেন জিনস তো লাগবেই। জিনস খুবই আরামদায়ক একটি পোশাক আর জিনস পরে সহজেই অনেক কাজ সামলে নেওয়া যায়। একটা সময় মেয়েদের জিনস পরা নিয়ে অনেক রকম ট্যাবু ছিল সমাজে, এখন যদিও সেই সব দিন অতীত। তাও গ্রামের দিকে অনেকেই মেয়েদের জিনস পরাকে বাঁকা চোখে দেখেন। একটা সময় ছিল যখন সমাজে মেয়েদের জিনস পরার অনুমোদনই ছিল না। পাশ্চাত্য দেশের এই পোশাককে সহজে গ্রহণ করতে পারেনি। একটা সময় ছিল যখন মেয়েরা বাড়ির বাইরে কোথাও বেড়াতে গেলে তখনই জিনস পরার অনুমতি পেতেন। আর এখন জিনস সর্বত্রই চলে। মন্দির থেকে শুরু করে অফিস- রাস্তাঘাটে মেয়েদের ভরসা হল জিনস।
জিন্সের মধ্যে ইদানিং কালে স্কিনি জিন্সের চাহিদাই সবচেয়ে বেশি। তবে বাজার কাঁপাতে এখন এসেছে আরও কয়েক রকম জিন্স। জানেন কি?ফ্যাশানের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে ব্ল্যাক স্কিনি জিন্স। সকলের ওয়ার্ড্রোবে একটা করে এই জিন্স আছেই। এছাড়াও যে সব জিন্স এখন তাক লাগাচ্ছে তার মধ্যে প্রথমেই রয়েছে বয়ফ্রেন্ড জিন্স। ঢিলেঢালা এই জিন্স এখন সকলেরই বেশ পছন্দের। ক্রপ টপের সঙ্গে এই বয়ফ্রেন্ড জিন্স দেখতেও লাগে বেশ কুল। অনেকে আবার বয়ফ্রেন্ড টি-শার্টের সঙ্গে এই জিন্স পরেন। রোগা এবং লম্বাদের এই জিন্স বেশি মানায়।
জিনস তো সব রকম দামেই পাওয়া যায় বাজারে। সব সময় দামি জিনস সবার পক্ষে কেনা সম্ভব হয় না। কারণ একটা ভাল জিনসের দাম পড়ে অন্তত ২০০০। এবার ৫০০ বা ৬০০ টাকায় যে সব জিন্স পাওয়া যায় তার কোয়ালিটি ভাল হয় না। ছোট থেকেই জিন্সের শার্ট, জ্যাকেটের প্রতি আমাদের একটা ঝোঁক থাকে তাই জিনস ফ্যাশনেবল হতে হবে। সেই সঙ্গে টেকসই। পুজোয় পাইকারি দরে ভাল মানের জিনস কিনে নিন দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার এই কারখানা থেকে। এছাড়াও মেটিয়াবুরুজের ABM হাটে শনি-রবিবার পাওয়া যায় সস্তায় জিনস। ৫০০ টাকাতেই খুব ভাল কিনে নিতে পারবেন। এছাড়াও কলকাতার বিকে মার্কেট, শ্রীরাম আর্কেডে খুব ভাল জিন্স পাওয়া যায়। তাই একবার এখানে খুঁজতেও ভুলবেন না
