Lakmé Fashion Week 2022: মুম্বই নয়, এই প্রথম রাজধানীতে বসছে ল্য়াকমে ফ্যাশন উইকের আসর!

আগামী ২৩ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে এই প্রথম বার দিল্লিতে এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে। এই বছর দিল্লিতে ল্যাকমে ফ্যাশন উইকের আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত এফডিসিআই-এর চেয়ারম্য়ান সুনীল শেট্টি।

Lakmé Fashion Week 2022: মুম্বই নয়, এই প্রথম রাজধানীতে বসছে ল্য়াকমে ফ্যাশন উইকের আসর!
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 8:50 PM

২ বছরেরও বেশি সময় ধরে স্বপ্নের শহর মুম্বইয়ে (Mumbai)  স্থায়ীত্ব ও সৃজনশীলতা দেখানোর পর এবার দেশের রাজধানীতে (Delhi) জনপ্রিয় ও বিখ্যাত ল্যাকমে ফ্যাশম উইকের ( Lakmé Fashion Week 2022) জন্য আয়োজন শুরু হয়েছে। ভারতে ফ্য়াশন ও বিউটির মিশ্রণকে পরিবেশনের জন্য এগিয়ে এসেছে ল্যাকমে, রাইজ ওয়ার্ল্ডওয়াইড ও ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া (FDCI)। আগামী ২৩ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে এই প্রথম বার দিল্লিতে এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে।

এই বছর দিল্লিতে ল্যাকমে ফ্যাশন উইকের আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত এফডিসিআই-এর চেয়ারম্য়ান সুনীল শেট্টি বলেছেন, ‘ফিজিক্যাল ফ্যাশন সপ্তাহের প্রত্যাবর্তন বিশ্ব ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার লক্ষণ। আর এর থেকে আর কি খুশির হতে পারে। নয়া দিল্লির চেয়ে আর অন্য কোথাও অনুষ্ঠিত করার কথা ভাবাই যায় না। যদিও প্রযুক্তি আমাদের দূরত্ব অনেকটা প্রত্যাখ্যান করতে পেরেছে। বিশ্বকে ফের কাছাকাছি আনার এমন অভিনব প্রয়াস আর নেই। আমরা ব্যক্তিহতভাবে ফের স্বাভাবিকভাবে কাজে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত।’

দ্রুত সারা ভারত থেকে সেরা কিউরেসন ও ডিজাইনারদের সমন্বয়ে শিডিউল প্রকাশ করবে। ইভেন্টটি ২৭ মার্চ ল্যাকমে অ্যাবসলিউট গ্রান্ড ফিনালে দিয়ে শেষ করা হবে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফডিসিআইয়ের চেয়ারম্যান সুনীল শেঠি জানিয়েছেন, ‘ফিজিক্যাল ফ্যাশন সপ্তাহের প্রত্যাবর্তন বিশ্ব স্বাভাবিক অবস্থায় ফিরে আসার একটি লক্ষণ। ফের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যবসা শুরু করতে পেরে সকলেই উত্তেজিত। ফ্য়াশন ব্যবসায় ফের আর্থিক জোয়ার আসবে স সেই আশা করছি। আমরা ফিজিক্যাল শোরুমের ব্যবস্থা ফিরিয়ে আনছি। সঙ্গে ভার্চুয়াল ব্য়বস্থাও থাকবে। গোটা অনুষ্ঠানকে বিশ্বব্যাপী ক্রেতাদের পূরণ করতে ও আরও বিস্তারিত করতে সাহায্য করবে। পূর্ববর্তী এফডিসিআি ও ল্যাকমে ফ্যাশন উইকের সিজন-ফ্লুইড সংস্করণের মত সময়সূচিতে সব শহর ও প্রত্যেক ডিজাইনারদের এক মিশ্র ঐক্য রাখা হবে।’

  আরও পড়ুন: Alia Bhatt: বার্লিনের রেড কার্পেটে ‘গাঙ্গুবাই’ স্টাইল! সাদা শাড়িতে ফের উজ্জ্বল আলিয়া ভাট