Monami Ghosh: পছন্দের রুপোর গয়না, প্রিয় কালো চুড়িদারে মনের মত করে সাজলেন মনামী, স্টাইল দেখে ফিদা নেটপাড়ার বন্ধুরা

Fashion And Style:কালো রঙের পোশাকের সঙ্গে সিলভারের গয়না দেখতে খুব ভাল লাগে। এই কালো-সিলভারের কম্বিনেশন খুবই পছন্দ মনামীর। সাধারণ এই চুড়িদারের সঙ্গে ভারী রুপোর গয়না পরেছেন মনামী

Monami Ghosh: পছন্দের রুপোর গয়না, প্রিয় কালো চুড়িদারে মনের মত করে সাজলেন মনামী, স্টাইল দেখে ফিদা নেটপাড়ার বন্ধুরা
কেমন লাগছে মনামীকে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 3:36 PM

ফ্যাশনে বরাবরই চমকে দিতে ভালবাসেন মনামী ঘোষ। সব সময় নানা রকম পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন তিনি। কখনও মেটাল কখনও সিক্যুইনের স্বচ্ছ পোশাক আবার ককনও শাড়ি নানা আউটফিটে দেখা যায় তাঁকে। বয়সের কাঁটা ঘুরলেও মনামী তাঁর বয়স আটকে রেখেছেন সেই কুড়ির ঘরেই। শরীরের কোথাও মেদের ছিটেফোঁটা নেই। নিয়মিত নাচ আর শরীরচর্চার ফলে ভীষণ রকম ফ্লেক্সিবেলও তিনি। কিছুদিন আগেই মনামী জানিয়েছেন তিনি এই ফ্যাশন, পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করেন শুধুমাত্র তাঁর ফ্যানেদের কথা ভেবে। কারণ তিনি তাঁর ভক্তদের খুশি রাখতে চান, বিনোদন দিতে চান।

সময় পেলেই সোলো ট্রিপে বেরিয়ে পড়েন তিনি। কিছুদিন আগে ঘুরে এসেছেন তোরিয়া আর থাইল্যান্ড থেকে। কোরিয়ায় গিয়ে মনামী মিশে গিয়েছিলেন একদল কোরিয়ান কন্যার সঙ্গে। আর সেখান থেকে তাঁকে আলাদা করা ছিল খুবই কঠিন ব্যাপার। মনামী ছবি পোস্ট করলেই কমেন্টের বন্যা বয়ে যায়। সম্প্রতি মনামীর পোস্ট করা এই ছবি দেখেও নানা কমেন্টে ভরিয়ে দিলেন তাঁর ভক্তরা। কালো রঙের এই চুড়িদারে খুব সুন্দর দেখতেও লাগছে মনামীকে। সরু স্লিভের কালো রঙের একটি আনারকলি স্টাইলের চুড়িদার পরেছেন মনামী। সঙ্গে কালো রঙের ওড়না। কালো সালোয়ারের উপর সোনালী রঙের ছোট ছোট বুটি রয়েছে। সাধারণ ডিজাইনের এমন পোশাক বরাবরি আভিজাত্যে মোড়া থাকে।

কালো রঙের পোশাকের সঙ্গে সিলভারের গয়না দেখতে খুব ভাল লাগে। এই কালো-সিলভারের কম্বিনেশন খুবই পছন্দ মনামীর। সাধারণ এই চুড়িদারের সঙ্গে ভারী রুপোর গয়না পরেছেন মনামী।  একটা চোকেরা, সঙ্গে লম্বা ঝুলের নেকলেস, হাতের বালা, কানে ঝোলা দুল আর ছোট্ট কালো টিপে ভীষণ মিষ্টি লাগছে মনামীকে। চুলে তিনি আলাদা করে কোনও স্টাইলিং করেননি। চুলে রেখেছেন ওয়েভি টাচ। এমন পোশাক আর মেকআপে খুব সুন্দর দেখতে লাগছে মনামীকে। এমন পোশাকের মধ্যে আলাদা একটা আভিজাত্য থাকে, আর তাই যে কোনও কাউকেই এমন পোশাকে সুন্দর লাগে দেখতে। এই কালো রঙের চুড়িদারটি মনামীর স্টাইলিস্ট তাঁকে এক পুজোয় উপহার দিয়েছেন, সেকথা নায়িকা নিজেই লিখেছেন তাঁর পোস্টে।