Monami Ghosh: কনট্রাস্ট নয়, শাড়ির রঙে ব্লাউজই আবার ট্রেন্ডিং ফ্যাশানে
Fashion And Style: ইদানিং কালে কো-অর্ড সেটের খুব রমরমা। এয়ারপোর্ট লুক হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন এই কো-অর্ড সেট। এছাড়াও পার্টিতে রয়েছে এই কো-অর্ড সেটের রমরমা। কো-অর্ড সালোয়ার, ড্রেস, টু-পিস এসব এথন দেখতে যেমন স্মার্ট লাগে তেমনই ট্রেন্ডি
পুরনো যা কিছু তাই হল ফ্যাশান। সব পুরনো স্টাইলই নবরূপে ফিরে আসছে ফ্যাশন হিসেবে। আজ থেকে কয়েক বছর আগেও শাড়ির সঙ্গে কনট্রাস্ট রহের ব্লাউজ পরা ছিল ফ্যাশন। নীল রঙের শাড়ি হলে গোলাপি, সবুজ, সাদা পছন্দমতো ম্যাচিং রং বেছে নেওয়া হত। শাড়ির রঙে ব্লাউজ যেমন অনেকে কিনতে চাইতেন না তেমনই পরতেনও না। এখনও অনেকে এমন আছেন যাঁরা বিয়ের লাল বেনারসির সঙ্গে সবুজ, নীল, সাদা, হলুদ কনট্রাস্ট করে ব্লাউজ বানান। তবে এই কনট্রাস্ট রং যে সব সময় দেখতে ভাল লাগে তা নয়। বর্তমান ফ্যাশনে এসেছে বদল, ফিরে এসেছে মনোক্রম। আর তাই যে রঙের শাড়ি সেই রঙের ব্লাউজ পরছেন। বলাই বাহুল্য, শাড়ির রঙে ব্লাউজই কিন্তু দেখতে ভাল লাগে। বিশেষত ট্র্যাডিশন্যাল সিল্কের সঙ্গে। হ্যান্ডলুম বা ডিজাইনার শাড়ির সঙ্গে অনেকে অন্য রকম ব্লাউজ পরতে চান।
ইদানিং কালে কো-অর্ড সেটের খুব রমরমা। এয়ারপোর্ট লুক হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন এই কো-অর্ড সেট। এছাড়াও পার্টিতে রয়েছে এই কো-অর্ড সেটের রমরমা। কো-অর্ড সালোয়ার, ড্রেস, টু-পিস এসব এথন দেখতে যেমন স্মার্ট লাগে তেমনই ট্রেন্ডি। একই জিনিস এসেছে শাড়িতেও। একি রঙের শাড়ির সঙ্গে একই রকম ব্লাউজই এখন সকলে পরছেন। সার্টিন, ক্রেপ, শিফন এসব শাড়ি এখন ফ্যাশনে বেশ ট্রেন্ডিং। এই সিজনের যত অনুষ্ঠান হচ্ছে তাতে মেয়েদের একই রঙের শাড়ি-ব্লাউজে দেখা যাচ্ছে। এমনকী অভিনেত্রীদের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেও এই একই ছবি দেখতে পাওয়া যাবে।
ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন অভিনেত্রী মনামী ঘোষ। চল্লিশের দোরগোড়াতে এসেও তাঁর রূপ লাবণ্যের ছটায় ব্যাটফুটে তরুণীরাও। ইদানিং মনামীকে একাধিকবার দেখা গিয়েছে এই একই রঙের শাড়ি ব্লাউজে। আর মনামীর সব কটা লুকই নজরকাড়া। লেহঙ্গা হোক বা ডিজাইনার শাড়ি সবেতেই মনামী ধরা দিয়েছেন মনোক্রমে। শাড়ির সঙ্গে মানানসই গয়না বেছে নিয়েছেন, সুন্দর মেকআপ- সব মিলিয়ে খুবই সুন্দর দেখতে লাগে এই মনোক্রমে। বলা ভাল ভীষণ রকম এলিগেন্ট লাগে এই লুকে। পার্টি, বিয়েবাড়ির সিজন শুরু হয়ে গিয়েছে। কেমন সাজপোশাক হবে সেই নিয়ে ভাবনাচিন্তা তো চলছেই। আর তাই বেছে নিতে পারেন এমন সুন্দর একটি লুক। ভাল লাগবেই।