প্রতি বছরই পুজোয় কোনও একটা ডিজাইন ট্রেন্ডিং-এ থাকে। কোনও বছর ধুতি প্যান্ট তো কোনও বছর ফ্লেযারড প্যান্ট। অরগ্যাঞ্জা, টিস্যু, পচমপল্লী- শাড়ির বাজারেও হরেক নাম। ব্লাউজে এবার ট্রেন্ডিংয়ে রয়েছে পাফ স্লিভস। সঙ্গে অবশ্য হাকোবাও রয়েছে। প্রতি বছর পুজোর ফ্যাশানে সিরিয়াল, সিনেমার বেশ খানিকটা প্রভাব থাকে। অর্থাৎ পছন্দের চরিত্ররা যেমন শাড়ি, ব্লাউজ, সালোয়ার পরেন ঠিক তেমনটাই পরতে চান অনেকে। বেশ কিছু সিরিয়ালে এবার হিট ইক্কত। শুধু বাংলা নয়, বলিউডেও এবার বেশ চলছে ইক্কত। ইক্কতের শাড়ি তো ছিলই, এবছর স্কার্ট, টপ, ব্লাউজ, প্যান্টস বেশ ইন। তালিকায় হাকোবা তো আছেই। এছাড়াও এবছর বেশ চলছে এমব্রয়ডারি।
শাড়ি যেমনই হোক না কেন তার সঙ্গে ঝাক্কাস দেখতে একটা ব্লাউজ চাই-ই। এমনও হয়েছে অনেক ক্ষেত্রে যেখানে শাড়ির থেকে ব্লাউজের দাম বেশি। ব্লাউজ নিয়ে এখন নানা এক্সপেরিমেন্ট চলে। মানুষের ভাবনাতেও এখন এসেছে বদল। ব্লাউজ বানাতে এখন আর শুধু ভরসা দর্জি নয়, প্রচুর ডিজাইনার ব্লাউজ সুলভেই পাওয়া যায় বাজারে। এছাড়াও ব্লাউজের দোকানের সংখ্যা বেড়েছে, চাহিদার কথা মাথায় রেখেই ব্লাউজ বানান এখনকার ডিজাইনার। অনলাইন কেনাকাটার সুযোগ আসায় এই ডিজাইনার ব্লাউজ হাতের সামনে পাওয়াটাও আগের তুলনায় অনেক সহজ হয়েছে।
ব্লাউজের কাট নিয়ে নানা এক্সপেরিমেন্ট তো চলেই। সেই সঙ্গে পুজোর থিম মাথায় রেখেও ব্লাউজ বানানো হচ্ছে। যেমন বিয়ের দিন, অধিবাস, গায়েহলুদ-এই প্রতিটি অনুষ্ঠানের জন্য কাস্টমাইজড এখন ব্লাউজ পাওয়া যায়। তেমনই গত বছর থেকেই পুজোর এই আগমনী ব্লাউজের চাহিদাও বেড়েছে। ব্লাউজ জুড়ে কখনও সুঁচ-সুতোয় ফুটিয়ে তোলা হয়েছে শিউলি ফুল। কখনও কাশের বন, ঢাকীর দল। আবার কখনও সপরিবারে উমা ফুটে উঠেছে পিঠের নকশায়। কখনও পটচিত্রের আদলে দুর্গার ছবি আঁকা হয়েছে ব্লাউজে। আবার পুরনো দিনেল দালানের ছবি, পদ্মফুল এসবও নকশাও কিন্তু এখন ট্রেন্ডিং। সুঁচ-সুতো, রং-তুলির গুণেই আগমনীর নকশা আঁকা ব্লাউজই এবার বাজার কাঁপাচ্ছে।
সাদা, লাল বা হলুদ শাড়ির সঙ্গেই সবচেয়ে বেশি ভাল লাগে এই সব কাস্টমাইজড ব্লাউজ। লাল-সাদা শাড়ি, খোঁপায় জুইঁ এর মালা, গোল্ডেন গয়না আর এমন ব্লাউজে সাজতে পারেন পুজোর দিনগুলোতে। বিশেষ দিনে স্পেশ্যাল এই ডিজাইনের ব্লাউজ দেখতে বেশ লাগে। শহরের সর্বত্রই মিলছে এমন ডিজাইনের হরকে ব্লাউজ। দাম শুরু ২৫০ টাকা থেকে। আছে ২৫০০ টাকা পর্যন্ত। নিজের চাহিদামতো এমন ব্লাউজ বানিয়ে নিতে পারেন আপনিও।