AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Summer Wedding: ভ্যাপসা গরমে বিয়েবাড়ি? কোন রঙের পোশাকে আরাম পাবেন, রইল টিপস

Summer Fashion Ideas: গরমের দিনে জমকালো সাজ মোটেই মানায় না। হালকা রঙের শাড়ি পরুন। কানে বড় ঝুমকো পরুন আর হাতে আংটি বা ঘড়ি। আপনার সাজ কমপ্লিট

Summer Wedding: ভ্যাপসা গরমে বিয়েবাড়ি? কোন রঙের পোশাকে আরাম পাবেন, রইল টিপস
গরমে দিনে হালকা সাজই সবচেয়ে ভাল
| Edited By: | Updated on: Apr 28, 2022 | 10:51 PM
Share

Summer Look: চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা সাধারণের। আর এই পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন, কবে নামবে বৃষ্টি। অবশেষে আশার কথা শোনাল আলিপুর আবহওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মেলেনি। হাওয়া অফিসের তরফে যদিও বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে, মে দিবসেই হবে ‘মুক্তি’ কিন্তু তার কোনও লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। বৃষ্টির দেখা নেই বলে যে গরমে বিয়েবাড়ি, অনুষ্ঠান বাডি হবে না তা তো আর নয়। আজকাল সারাবছরই বিয়ের অনুষ্ঠান লেগে থাকে। গ্রীষ্ম, বর্ষা, শীত- কোনও ঋতুই বাদ থাকে না।

এই গরমে  রোজ অফিস যেতেই নাভিশ্বাস উঠছে, তারপর সেজেগুজে বিয়েবাড়ি যাওয়ার কথা ভাবতেও মনের জোর লাগে। কিন্তু তা যদি হয় প্রিয় বন্ধুর রিসেপশন কিংবা কোনও  কোনও নিকট আত্মীয়ের অন্নপ্রাশন / জন্মদিন তখন সেখানে যাওয়ার একচা তাগিদ থেকেই যায়। আজকাল আমাদের সকলের কাজের চাপ এতটাই থাকে যে সেখানে অন্য কারোর বাড়ি যাওয়া বা দেখা করার কোনও সুযোগ থাকে না। সেখানে ভরসা হল এইসব অনুষ্ঠান বাড়ি আর গেটটুগেদার। রোজকার অফিসে ঘেমো জামা আর উশকো-খুশকো চুল দেখ দেখতে ক্লান্ত হয়ে যাওয়াই স্বাভাবিক। এছাড়াও অফিসে আসার সময় হাতে এতটাও সময় থাকে না যে পরিপাটি করে সাজগোজ করা যাবে।

সোশ্যাল মিডিয়ায় এত যে প্রোফাইল রয়েছে তার জন্য ছবির স্টকও তো চাই। সুতরাং উপায় একচাই। সেজে-গুজে নেমতন্ন খেয়ে আসুন। কী ভাবে সাজবেন? কেমন শাড়ি পরবেন? রইল দারুণ কিছু টিপস

গরম যে ভাবে বাড়ছে তাতে সুতির শাড়িই শেষ কথা। হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে পছন্দের সিলভার গয়না আর জুঁইয়ের মালায় কিন্তু সুন্দর করে সাজা যায়। দেখতেও বেশ ট্রেন্ডি লাগে। ইচ্ছে হলে স্লিভলেস ব্লাউজও পরতে পারেন। হ্যান্ডলুম শাড়ি, কপালে ছোট্ট টিপ, চুলে জুই বা বেলির মালা আর কাপড়ের কোনও ব্যাগ- আপনার সাজ কমপ্লিট।

কোনও রকম সিন্থেটিক বা ঝরঝকে শাড়ি বাছবেন না। চাইলে এড়িয়ে যেতে পারেন সিল্কও। এই সময় যত বেশি হালকা সাজবেন ততই কিন্তু দেখতেও ভাল লাগবে। ফ্রেশ লাগবে সেই সঙ্গে নিজেও আরাম পাবেন। বেশি সাজলে কিন্তু ছবিও মোটে ভাল আসে না।

শাড়ি পরতে না চাইলে কোনও ড্রেস বা কুর্তা-সিগারেট প্যান্টও পরতে পারেন। শর্ট কুর্তা আর পালাজোও পরতে পারেন। কগরমে এখন ভীষণ ভাবে ইন্ কাফতান। নামী-দামী ব্র্যান্ডেরও কাফতান কুর্তি পাওয়া যায়। চাইলে আপনিও বেছে নিতে পারেন। কাফতান কুর্তি, ওভারসাইজড ইয়ার রিং আর হাই হিলেই ফ্যাশন সর্টেড।

আরও পড়ুন: Braless Fashion Ideas: এই গরমে ‘ব্রা’ না পরেই ফ্যাশন! কাউকে বুঝতে না দিয়ে করবেন কী ভাবে? রইল টিপস