Sara Ali Khan: বন্ধু নয়, খাবারই বেশি প্রিয়; জানালেন সইফ-কন্যা
Food Lover: সোশ্যাল মিডিয়ায় তিনি এবং তাঁর ভিডিয়ো বেশ জনপ্রিয়। এমনই এক ভিডিয়োর মাধ্যমে জানা গিয়েছে, তিনি বন্ধুর চাইতে খেতে বেশি ভালবাসেন।
‘কেদারনাথ’-এর হাত ধরে বলিউডে প্রবেশ। সর্বশেষ সিনেমা ‘আতরঙ্গি রে’ও বেশ মন কেড়েছেন দর্শকদের। তাছাড়া তাঁর প্রাণবন্ত স্বভাবের জন্য তিনি একটু বেশিই রাজ করেন ফ্যানদের মনে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কার কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন, সইফ আলি খান ও অমৃত সিংয়ের কন্যা সারা আলি খান (Sara Ali Khan)। সোশ্যাল মিডিয়ায় তিনি এবং তাঁর ভিডিয়ো বেশ জনপ্রিয়। এমনই এক ভিডিয়োর (Viral Video) মাধ্যমে জানা গিয়েছে, তিনি বন্ধুর চাইতে খেতে (Food Lover) বেশি ভালবাসেন।
‘আতরঙ্গি রে’-এর জনপ্রিয়তার পর সারা আবার ফিরে এসেছেন পরবর্তী ফটোশুটের সেটে। আর সেটে যে তিনি এক সেকেন্ডও চুপ করে বসেন না তা তো তাঁর সহকর্মীরা আগেই জানিয়েছেন নানা ইন্টারভিউতে। এবারও নিজের ভ্যানিটি ভ্যানে খুনসুটিতে মজেছিলেন নায়িক। কুইজ খেলছিলেন তিনি। দেখতে চাইছিলেন তাঁর টিম তাঁকে কতটা ভাল করে চেনে। সেখানেই তিনি প্রশ্ন করেন বন্ধু নাকি খাবার। তাঁর টিম উত্তর দেয় ‘ফুড’।
View this post on Instagram
এই প্রশ্নের উত্তরের পরই সেটে কী ধরনের খাবার আসে এবং সারা আলি খান ও তাঁর টিম কী পরিমাণ খেতে ভালবাসেন তাই দেখিয়েছেন সারা তাঁর ভিডিয়োতে। এখানেই যদিও শেষ নয়। এই রিল ভিডিয়োতে সারা এটাও জানিয়েছেন যে তিনি হট চকোলেট ভালবাসেন নাকি কফি। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে সারা কফি খেতে ভালবাসেন।
এই ভিডিয়োতে বেশ কয়েকটি ক্লিপিং শেয়ার করেছেন সারা। যেখানে দেখা যাচ্ছে তিনি সব সময় কফি খেতে ভালবাসেন। এর আগেও একবার সারাকে প্রশ্ন করা হয়েছিল যে চা নাকি কফি। তখনও সারার উত্তর এসেছিল কফি।
বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হওয়ার পাশাপাশি নবাব পরিবারের কন্যা তিনি। তবুও খাবার প্রতি ভালবাসা প্রকাশ করতে কোনও দিন পিছু পা হননি। বলিউডে পা রাখার আগে শারীরিক অবস্থার কারণে ওজন বেশি ছিল সারার। ডায়েট করে ও নিয়মিত জিমে গিয়ে সঠিক চেহারায় এসেছেন তিনি। সেই বিষয়েও সব সময় অকপট থাকেন নায়িকা।
এর আগেও তিনটি ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করেছিলেন সারা। সেখানে তিনটি ছবিতে তিনি ক্যাপশন দিয়েছিলেন, ‘কভি রেইত’, ‘কভি খেত’, ‘বাট অলয়েজ় খানা ইন দ্য পেট’। সেই ছবি তিনটির মধ্যে দুটি ছবিতে খাবার প্রতি নায়িকার ভালবাসা ফুটে উঠেছিল।
আরও পড়ুন: আলু ছাড়া মুখে কোনও খাবারে রুচি লাগে না? ট্রাই করুন মুখরোচক এই পদগুলি
আরও পড়ুন: একটু অন্য ধরনের চিকেন কারি খেতে চান? বানিয়ে ফেলুন দিল্লির এই জনপ্রিয় পদ
আরও পড়ুন: রোজকারের চায়ের স্বাদে আনুন টুইস্ট! ট্রাই করুন শেফ সঞ্জীব কাপুরের স্পেশ্যাল রেসিপি