Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২৫ কেজির ললিপপ তৈরির ভিডিয়ো নিয়ে হৈচৈ নেটদুনিয়ায়! দেখুন সেই ভাইরাল ভিডিয়োটি

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিয়োটি ১০ লক্ষ ইউজার দেখে ফেলেছেন, কমেন্ট করেছেন হাজারেরও বেশি। ভিডিয়োর তথ্য অনুসারে, এটিই হল বিশ্বের প্রথম ও বৃহত ললিপপ।

২৫ কেজির ললিপপ তৈরির ভিডিয়ো নিয়ে হৈচৈ নেটদুনিয়ায়! দেখুন সেই ভাইরাল ভিডিয়োটি
ভিডিয়ো থেকে নেওয়া ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 8:49 AM

ললিপপপ্রেমীদের জন্য সুখবর! সম্প্রতি, ইউটিউবের একটি ভিডিয়ো দাবি করেছে, তাঁদের তৈরি ললিপপ হল বিশ্বের সর্ববৃহত্ ললিপপ। প্রসঙ্গত, ফিরোজ ছুট্টিপারা নামে এক ব্যক্তি ইউটিউব চ্যানেলে ভিলেজ ফুড নিয়ে বিভিন্ন রান্নার পদের ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই এক ভিডিয়োয় তিনি দাবি করেছেন, তাঁর তৈরি বিরাট আকারের ললিপপই হল বিশ্বের সর্ববৃহত ললিপপ।

ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে, ‘২৫ কেজির বিশালাকার ললিপপ তৈরির পদ্ধতি।’ ওই ভিডিয়ো ক্লিপের শুরুতেই ছুট্টিপারা একটি স্বাভাবিক ললিপপের স্বাদ নিতে গিয়ে হাতে চলে আসে বিশাল একটি রামধনু রঙের ললিপপ। সেখানেই দেখানো হয় ওই বিরাট আকারের ললপিপ কীভাবে তৈরি করা হচ্ছে। চিনি ও জল একসঙ্গে আভেনের মধ্যে গরম করা হয়। ভিডিয়োতে দেখানো রেসিপির পদ্ধতি অনুসারে, ওই সিরাপ প্রতিটি আলাদা আলাদা স্টিলের কনটেনারের সমানভাবে রাখেন ওই ব্য়ক্তি। তারপর লাল-নীল-সবুজ রঙের ফুড কালার মিশিয়ে সিরাপের রঙ বদল করে নেন।

ভাইরাল ভিডিয়োটি ইতোমধ্যেই নেটপাড়ায় দারুণ সাাড়া ফেলে দিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিয়োটি ১০ লক্ষ ইউজার দেখে ফেলেছেন, কমেন্ট করেছেন হাজারেরও বেশি। ভিডিয়োর তথ্য অনুসারে, এটিই হল বিশ্বের প্রথম ও বৃহত ললিপপ।

ভাইরাল ভিডিয়োটি দেখে আপনার কী মনে হল, যে এটিই কি সেই বিশ্বের বিশালাকৃতি ললিপপ! আপনার মতামত নীচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।

আরও পড়ুন: ময়দা-ডিম-দুধ ছাড়াই বানানো যায় চকোলেট মাগ কেক! রইল খুব সহজ রেসিপি