AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral: শুধুমাত্র মহিলা সঙ্গী থাকলেই প্রবেশ অনুমতি মেলে এই রেস্তোরাঁয়! ভাইরাল পোস্ট ঘিরে হৈচৈ নেচপাড়ায়

রেস্তোরাঁটির হোর্ডিংগুলিতে হিন্দিতে লেখা আছে, "শুধুমাত্র মহিলাদের পারিবারিক হল"। টুইট ঘিরে অনেকেই নানা মন্তব্য করেছেন, সেগুলি দেখে নিন একনজরে...

Viral: শুধুমাত্র মহিলা সঙ্গী থাকলেই প্রবেশ অনুমতি মেলে এই রেস্তোরাঁয়! ভাইরাল পোস্ট ঘিরে হৈচৈ নেচপাড়ায়
জয়পুরের সেই রেস্তোরাঁ
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 8:33 AM
Share

সময়ের সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ ও ক্যাফেতে খাওরা ধারণা বদলে যাচ্ছে। ক্রেতা ধরতে বহু রেস্তোরাঁই অভিনব পথ অবলম্বন করে থাকে। যেমন ভ্য়ালেন্টাইন ডে-র সময় দম্পতিদের স্পেশাল অফার, মহিলাদের জন্য বিশেষ অফার, গ্রাহকদের আকৃষ্ট করার জন্য রেস্তোরাঁ ও ক্যাফেগুলিতে প্রচুর অফার রয়েছে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ সাড়া ফেলে দিয়েছে। জয়পুরের একটি রেস্তোরাঁ ঘোষণা করেছে, খাবার খেতে এই রেস্তোরাঁতে আসতে গেলে সঙ্গী অবশ্যই মহিলা হওয়া চাই। পুরুষদের সঙ্গে মহিলা থাকলেই তবে এই রেস্তোরাঁতে প্রবেশের অনুমতি মিলবে।

হর্ষিতা শর্মা নামে এক ইউজার রেস্তোরাঁর একটি ছবি দিয়ে টুইট করেছিলেন। সেই ট্যুইটই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, পুরুষদের শুধগউমাত্র মহিলাদের সঙ্গেই খেতে দেওয়া হবে। তাই এই ব্যক্তি আমাকে জাল-রুটি পেতে এখানে নিয়ে গিয়েছে, তার কারণ…। ছবিতে দেখা গিয়েছে, রেস্তোরাঁয় একটি এসি -তে হোর্ডিং করে হিন্দিতে লেখা, “এখানে শুধুমাত্র মহিলাদের সঙ্গে পুরুষদের অনুমতি দেওয়া হয়”।

পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে না হতেই ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত টুইটটি রিট্যুইট হয়েছে ১,১৯৬বার। লাইক পেয়েছে ১৫.৪ হাজার। এছাড়া পোস্টটির কমেন্টে বক্সে পড়েছে নানান মজার মতামতও।

টুইটে হর্ষিতা শর্মা ক্যাপশনে এই রেস্তোরাঁটিকে গোপি ভোজনালয় বলে চিহ্নিত করেছেন। তিনি লিখেছেন, “যারা জায়গা সম্পর্কে জানতে চান তাদের জন্য, এটি জয়পুরের গোপি রেস্তোরাঁ। খাবারটি আশ্চর্যজনক। অবশ্যই চেষ্টা করা উচিত।’

রেস্তোরাঁটির হোর্ডিংগুলিতে হিন্দিতে লেখা আছে, “শুধুমাত্র মহিলাদের পারিবারিক হল”। টুইট ঘিরে অনেকেই নানা মন্তব্য করেছেন, সেগুলি দেখে নিন একনজরে…

আরও পড়ুন: Karwa Chauth 2021: করওয়া চৌথের উপবাস ভঙ্গ করে কী মিষ্টি খাবেন? বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন মেথি মাঠরি!