AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sexual Fantasies of married couples: বিবাহিত পুরুষ-মহিলারাও ওয়ান নাইট স্ট্যান্ড-এ যেতে আগ্রহী, চমকপ্রদ তথ্য উঠে এল ভারতের এক সমীক্ষায়

Sexual Fantasies: মধ্যবয়সী ভারতীয় পুরুষ ও মহিলারা একের বেশি সেক্স পার্টনারের কথা ভাবেন। শুনতে অদ্ভুত লাগছে? হ্যাঁ—এই তথ্য উঠে এসেছে সাম্প্রতিকতম এক সমীক্ষায়। এখানেই শেষ নয়, এমন আরও ৫টি সেক্সুয়াল ফ্যান্টাসির কথা উঠেছে ওই সমীক্ষায়।

Sexual Fantasies of married couples: বিবাহিত পুরুষ-মহিলারাও ওয়ান নাইট স্ট্যান্ড-এ যেতে আগ্রহী, চমকপ্রদ তথ্য উঠে এল ভারতের এক সমীক্ষায়
| Updated on: Jun 28, 2023 | 4:49 PM
Share

ভারতে বিয়ের আগে যৌনতায় লিপ্ত হওয়া এখনও অধিকাংশ ক্ষেত্রেই ‘অপরাধ’ বলে মনে করা হয়। যদিও জেন জ়েড-এর (Gen Z) কাছে এই বিয়ের আগে যৌনতা (Sex) বিষয়টা ততটাও ট্যাবু নয়। কিন্তু মধ্যবয়সী বিবাহিত নারী-পুরুষের জীবনে বিয়ের আগে সেক্সের জায়গা সেভাবে স্বীকৃত ছিল না। এখনও অনেকে তাঁরা সেক্স নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারেন না। কিন্তু তাঁদের মনে রয়েছে যৌন আকাঙ্ক্ষা। বিশেষত, নন-মেট্রো শহরগুলোতে (Non-Metro Cities)। বিজনেস ইনসাইডারের তরফে করা এক সমীক্ষা থেকে জানা গিয়েছে, নন-মেট্রো শহরের মধ্যবয়সী পুরুষ ও মহিলারা (Mid-age Man & Woman) একের বেশি সেক্স পার্টনারের (Sex Partner) কথা ভাবেন—এক্ষেত্রে ভাবেন বলতে মূলত সেক্সুয়াল ফ্যান্টাসির কথাই বলা হচ্ছে। একজন বিবাহিত পুরুষ বা মহিলা নিজের স্ত্রী বা স্বামী ছাড়াও অন্য সঙ্গীর সঙ্গেও যৌনতায় লিপ্ত হতে চান, বিজনেস ইনসাইডারের সমীক্ষায় অংশগ্রহণকারীরা সে কথা বলতে একবার অপ্রস্তুত বোধ করেননি। চিরাচরিত ‘বেডরুম সেক্স’ (Bedroom Sex) থেকে বেরিয়ে যৌনতাকে উপভোগ করতে এবং বিবাহ-বহির্ভূত সেক্সু লাইফকে (Sex Life) আরও রোমাঞ্চকর ও উপভোগ্য করে তোলার ক্ষেত্রে কার্যত কোনও রাখঢাক নেই তাঁদের। এরকমই ৫টি সেক্সুয়াল ফ্যান্টাসির (Sexual Fantasies) উঠে এসেছে উল্লিখিত সমীক্ষায়।

একের বেশি সেক্স পার্টনার:

১৯% পুরুষ ও ১৮% মহিলা জানিয়েছেন, সেক্স লাইফকে রোমাঞ্চকর করে তুলতে তাঁরা একাধিক সেক্স পার্টনারের কথা ভাবতে স্বচ্ছন্দ্য। বিশেষত, পাটনা, লুধিয়ানা, জয়পুরের মতো Tier-2 শহরের বাসিন্দারা একের বেশি যৌন সঙ্গীর কথা ভাবেন প্রায়শই।

ওয়ান নাইট স্ট্যান্ড (One Night Stand):

জেন ওয়াই ও জেন জ়েড-এর কাছে ওয়ান নাইট স্ট্যান্ড কোনও ট্যাবুর ব্যাপারই নয়। ডেটিং অ্যাপের মাধ্যমে নতুন-নতুন সঙ্গীর সঙ্গে আলাপ এবং তারপর যৌনতায় লিপ্ত হওয়া এই প্রজন্মের তরুণদের কাছে নতুন বিষয় নয়। কিন্তু যাঁরা মধ্যবয়সী বিবাহিত, তাঁরাও ওয়ান নাইট স্ট্যান্ডের কথা ভাবেন। ২৩% পুরুষ ও ২০% মহিলা বিবাহ সম্পর্কে আবদ্ধ পার্টনার ছাড়াও অন্য কারও সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড-এ যেতে আগ্রহী, লিপ্ত হওয়ার বাসনা রাখেন যৌন সম্পর্কেও। শুধু তাই-ই নয়, এই রাত তাঁদের জীবনে স্মরণীয় হয়ে থাকুক, এমনটাও চান তাঁরা। মেট্রো শহরগুলিকে কেন্দ্র করে যে তথ্য উঠে এসেছে, তা হল: কলকাতার ৩১%, দিল্লির ২৪%, মুম্বইয়ের ২৬% এবং বেঙ্গালুরুর ২২% বিবাহিত মানুষ ওয়ান নাইট স্ট্যান্ডের ক্ষেত্রে বেশি আগ্রহী। কিন্তু যাঁরা এসব মেট্রো শহরের বাসিন্দা নন, তাঁদের মধ্যেও ওয়ান নাইট স্ট্যান্ডের আগ্রহ কম নয়। গুয়াহাটির ৩৩%, পাটনার ২২% এবং আহমেদাবাদের ২০% বিবাহিত মানুষও ওয়ান নাইট স্ট্যান্ডে যেতে যথেষ্ট উৎসুক।

ফ্লার্টিং‌ (Flirting):

প্রেম শুরুর আগে কিংবা প্রেম করার সময় ফ্লাটিং চলে আসছে যুগ-যুগ ধরে। সঙ্গীর আকর্ষণ কাড়তে মিষ্টিমধুর কথাবার্তা এবং তার ফাঁকে-ফাঁকে কিঞ্চিৎ আত্মপ্রচার এই ফ্লাটিংয়ের পরিচিত কৌশল। কিন্তু মধ্যবয়সী বিবাহিতদের মধ্যে এই ফ্লার্ট করার চল একটু কম বললেই চলে। তবে, তাঁদের মধ্যে ফ্লার্ট করার ইচ্ছে যে নেই, তা মোটেও নয়। দৃষ্টি আকর্ষণ ছাড়াও আত্মবিশ্বা‌স বাড়ানোর জন্য ফ্লার্ট‌ করতে পছন্দ করেন তাঁরা। শুধু তাই-ই নয়, বর্তমান বিবাহ সম্পর্কের বাইরেও ২৬% পুরুষ ও ২২% মহিলা ফ্লার্ট করেন। অন্যান্য সেক্সুয়াল ফ্যান্টাসির মতো ফ্লার্টিং‌য়ের ক্ষেত্রেও এগিয়ে কলকাতা (২৯%,) দিল্লি (৩১%), মুম্বই (২৭%) এবং বেঙ্গালুরু (২৬%)। অন্যদিকে, নন-মেট্রো শহরের মধ্যে গুয়াহাটিতে ৩৩%, পাটনায় ২৮% ও লুধিয়ানায় ২৩% মানুষ বর্তমান সম্পর্কের বাইরে অন্য মানুষের সঙ্গে ফ্লার্ট‌ করতে পছন্দ করেন।

ভার্চুয়াল প্রেম (Virtual Fun):

এখন প্রেম মুঠোফোনবন্দি। এক ক্লিকে শুধু কল নয়, ভিডিয়ো কলও হয়ে যায়। লং ডিস্ট্যান্স রিলেশনশিপকে চাইলেই দৃষ্টিগোচর করে তোলা এখন স্রেফ বুড়ো আঙুলের খেলা। কিন্তু স্থায়ী সঙ্গী ছাড়াও ভার্চুয়াল ঘনিষ্ঠতায় লিপ্ত হওয়া মধ্যবয়সী বিবাহিতের সংখ্যাও কম নয়—সমীক্ষা অন্তত সে কথাই বলছে। ৩১% পুরুষ ও ২৪% মহিলা তাঁদের বর্তমান সঙ্গী ছাড়াও ভার্চুয়াল জগতে সম্পর্কে লিপ্ত হতে চান। এমন মানুষের সঙ্গে তাঁরা সম্পর্কে জড়াতে চান, যাঁদের সঙ্গে কখনও সশরীরে দেখা হবে না। আর আশ্চর্যজনকভাবে, দিল্লি, মুম্বই, কলকাতার তুলনায় গুয়াহাটি, পাটনার মানুষ এ ব্যাপারে এগিয়ে। অর্থাৎ তথাকথিত শহর বলতে আমরা যে জায়গাগুলোকে চিনি-জানি, তার বাইরেও যে সব শহরাঞ্চল রয়েছে, সেখানকার বিবাহিত মানুষজনও ভার্চুয়াল প্রেমের ক্ষেত্রে আজকাল একধাপ এগিয়েই ভাবছেন। গুয়াহাটির ৪৮% ও পাটনার ১৮% মানুষ ভার্চুয়াল ফ্লার্টিং পছন্দ করেন। অন্যদিকে, কলকাতায় ২৯%, দিল্লিতে ৩৪%, মুম্বইয়ে ৩১% ও জয়পুরে ৩০% মানুষ ভার্চুয়াল ফ্লার্টিং পছন্দ করেন।

নিতান্ত কাল্পনিক চরিত্রকে নিয়ে ফ্যান্টাসি: 

ক্রাশকে নিয়ে সেক্সুয়াল ফ্যান্টাসিও নতুন ব্যাপার নয় মোটেই। কিন্তু ২৬% পুরুষ ও ২২% মহিলা এমন কথাও জানিয়েছেন, যেখানে নেহাত কাল্পনিক কোনও চরিত্রের সঙ্গে যৌনতায় লিপ্ত হতেও চান তাঁরা। এক্ষেত্রে বলে রাখা ভাল, কাল্পনিক বলতে এমন কোনও চরিত্রের কথা বলা হচ্ছে না, যিনি বাস্তব পৃথিবীতে অবস্তানই করেন না। সেই ব্যক্তি কোনও অপরিচিত বা অজ্ঞাতপরিচয় ব্যক্তিও হতে পারেন। কলকাতায় ২৮%, মুম্বইয়ে ২৯% এবং বেঙ্গালুরুতে ২৬% বিবাহিত মানুষ অপরিচিতের সঙ্গে যৌনতায় লিপ্ত হন নিজের কল্পনার জগতে। অন্যদিকে, জয়পুরে ৩০%, গুয়াহাটিতে ৩৫% ও ইন্দোরে ২৫% বিবাহিত মানুষের কল্পনায় অপরিচিত মানুষের সঙ্গে সেক্সুয়াল ফ্যান্টাসি রয়েছে বলে বিজনেস ইনসাইডারের সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।