বাড়িতেই ম্যানিকিওর, নখের যত্ন নিতে মেনে চলুন চারটি নিয়ম

Sohini chakrabarty |

Mar 12, 2021 | 12:02 AM

নখের যত্ন নেওয়ার জন্য বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। বরং বাড়িতেই সহজ কিছু উপায়ে আপনি যত্ন নিতে পারবেন আপনার নখের।

বাড়িতেই ম্যানিকিওর, নখের যত্ন নিতে মেনে চলুন চারটি নিয়ম
নখ পরিষ্কার না করে কখনই কাটতে যাবেন না।

Follow Us

রূপচর্চা বললেই সাধারণ ত্বক আর চুলের পরিচর্যার কথাই মাথায় আসে। আর এইসব কিছুর মধ্যে আমরা ভুলে যাই নখের যত্ন নিতে। কিন্তু হাত-পায়ের নখ সুন্দর না থাকলে আপনি যতই নেলপলিশ পরুন না কেন, দেখতে ভাল লাগে না। তবে নখের যত্ন নেওয়ার জন্য বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। বরং বাড়িতেই সহজ কিছু উপায়ে আপনি যত্ন নিতে পারবেন আপনার নখের।

হাতের নখের যত্ন নিতে গেলে কী কী করবেন-

হাতের নখের পরিচর্যা অর্থাৎ ম্যানিকিওর করার সময় বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।

১। প্রথমে নখ পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে হাল্কা গরম জল আর লিকুউড সোপ কিংবা শ্যাম্পু ব্যবহার করুন। গরম জলে সাবান মিশিয়ে খানিকক্ষণ হাত ডুবিয়ে রাখুন। এবার ব্রাশ দিয়ে আলতো হাতে ঘষে নখ পরিষ্কার করে নিন।

২। দ্বিতীয় ধাপে শেপ করে নখ আক্টতে হবে। নখ পরিষ্কার না করে কখনই কাটতে যাবেন না। আর নখ কাটার জন্য অতি অবশ্যই নেলকাটার ব্যবহার করুন। ব্লেড ব্যবহার করলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বিষয় মাথায় রাখবেন, নখ কাটার সময় একটু ভেজা থাকাই ভাল। তাহলে নখ নরম হয় এবং কাটতে সুবিধা হয়।

৩। নখ কাটার পর্ব মিটে গেলে হ্যান্ড ক্রিম লাগিয়ে হাত ময়শ্চারাইজিং করুন। নইলে সাবানের ফলে হাতের চামড়া রুক্ষ-শুষ্ক হয়ে যাবে। নখের আশপাশের এলাকায় ক্রিম ম্যাসাজ করতে ভুলবেন না একদম।

৪। এবার একদম শেষ পর্যায়। ম্যানিকিওর করে নখের যত্ন নিলে শেষে নেলপলিশ পরতে ভুলবেন না। হাল্কা বা গাঢ় যে ধরনের শেড পছন্দ, সেই রঙের নেলপলিশ বেছে নিন। দু’কোট করে নেলপলিশ পরুন। সামান্য শুকিয়ে গেলে একটু ঠান্ডা জল নিয়ে হাত ডুবিয়ে দিন। এর ফলে নেলপলিশ সহজে উঠে যাবে না। অনেকদিন থাকবে।

Next Article