AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Acne Remedies: পুজোর এই কাজগুলো করলে ব্রণ উধাও হবে মাত্র ৭ দিনে, বাড়বে ত্বকের জেল্লাও

Home Remedies: ব্রণ তাড়াতে গেলে মুখে ঘন ঘন হাত দেওয়া চলবে না। কানে মোবাইল দেওয়ার আগে সেটা ভাল করে পরিষ্কার করে নেওয়া দরকার। মোবাইলের গায়ে অনেক ময়লা থাকে, যা ত্বকের সংস্পর্শে এসে ব্রণর সমস্যা বাড়ায়। বালিশের কভারও নিয়মিত পরিবর্তন করুন। চুল বেঁধে রাখুন।

Acne Remedies: পুজোর এই কাজগুলো করলে ব্রণ উধাও হবে মাত্র ৭ দিনে, বাড়বে ত্বকের জেল্লাও
| Updated on: Sep 24, 2024 | 1:06 PM
Share

পুজো আসতে আর বেশি দেরি নেই। কিন্তু মুখ থেকে যে ব্রণ কমছেই না। কপাল, গালের দু’পাশ জুড়ে ব্রণ হয়ে রয়েছে। তার সঙ্গে রয়েছে ব্রণর দাগও। এসব সমস্যা এড়াতে শুধু বাজারচলতি প্রসাধনী ব্যবহার করলে চলবে না। আর যদি ব্রণর ভর্তিমুখে মেকআপ করেন, সমস্যা আরও বেড়ে যাবে। ব্রণ তাড়াতে গেলে মুখে ঘন ঘন হাত দেওয়া চলবে না। কানে মোবাইল দেওয়ার আগে সেটা ভাল করে পরিষ্কার করে নেওয়া দরকার। মোবাইলের গায়ে অনেক ময়লা থাকে, যা ত্বকের সংস্পর্শে এসে ব্রণর সমস্যা বাড়ায়। বালিশের কভারও নিয়মিত পরিবর্তন করুন। চুল বেঁধে রাখুন। ডায়েটে স্বাস্থ্যকর খাবার রাখুন। এছাড়া কিছু ঘরোয়া টোটকা মেনে চলুন।

অ্যালোভেরা জেল: ত্বকের যত্নে সবসময় সেরা ফল দেয় অ্যালোভেরা জেল। নিয়মিত মুখে অ্যালোভেরা জেল মাখলে ব্রণর সমস্যা কমবে। পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল, আমন্ড অয়েল ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে মাখতে পারেন।

বেসনের ফেসপ্যাক: ব্রণ ও ব্রণর দাগ থেকে মুক্তি পাওয়া জন্য বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। বেসনের সঙ্গে টক দই ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক মুখে মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ট্যান তুলতে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতেও দারুণ কার্যকর।

মুলতানি মাটি ও গোলাপ জল: চন্দন গুঁড়ো, মুলতানি মাটি ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের উপর লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এই ফেসপ্যাক ত্বক থেকে অতিরিক্ত তেল, ময়লা পরিষ্কার করে দেয়। পাশাপাশি ব্রণর সমস্যা দূর করে দেয়।