AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monsoon Tips: বর্ষায় সাধের পোষ্যকে সুস্থ রাখবেন কীভাবে?

Pet Care Tips: বর্ষাকাল প্রকৃতির জন্য যেমন শান্তি বয়ে আনে, তেমনি পোষ্য প্রাণীদের জন্য বয়ে আনে নানা রকম সমস্যা। বৃষ্টির জল, স্যাঁতসেঁতে পরিবেশ, পোকামাকড়ের উপদ্রব—এসব কারণে তাদের শরীর ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। তাই এই সময়ে বিশেষভাবে তাদের যত্ন নেওয়া প্রয়োজন।

Monsoon Tips: বর্ষায় সাধের পোষ্যকে সুস্থ রাখবেন কীভাবে?
| Updated on: Jul 31, 2025 | 8:28 PM
Share

বর্ষাকাল প্রকৃতির জন্য যেমন শান্তি বয়ে আনে, তেমনি পোষ্য প্রাণীদের জন্য বয়ে আনে নানা রকম সমস্যা। বৃষ্টির জল, স্যাঁতসেঁতে পরিবেশ, পোকামাকড়ের উপদ্রব—এসব কারণে তাদের শরীর ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। তাই এই সময়ে বিশেষভাবে তাদের যত্ন নেওয়া প্রয়োজন।

১. শুকনো ও আরামদায়ক আবাসন: বর্ষায় পোষ্যদের ঘর অবশ্যই শুকনো, পরিষ্কার ও হাওয়াবদ্ধ হওয়া উচিত। মেঝে যাতে ভিজে না থাকে, তার জন্য ম্যাট বা কম্বল পেতে দিন। যেসব প্রাণী বাইরে থাকে, তাদের জন্য অস্থায়ী ভাবে ক্যানোপি বা শেড তৈরি করুন যাতে তারা বৃষ্টির জল থেকে বাঁচে।

২. নিয়মিত পরিষ্কার রাখা: বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলুন। পায়ের তালু পরিষ্কার করে শুকিয়ে নিন, কারণ ভেজা পায়ে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে পারে। সপ্তাহে অন্তত একবার শ্যাম্পু দিয়ে গোসল করালে ত্বক পরিষ্কার থাকবে।

৩. খাবারে নজর দিন: বর্ষাকালে হজমশক্তি কিছুটা কমে যেতে পারে। তাই হালকা, পুষ্টিকর ও সহজপাচ্য খাবার দিন। বাসি খাবার একেবারেই নয়, কারণ বর্ষায় দ্রুত খাদ্যদ্রব্য নষ্ট হয়। ভেটেরিনারির পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টও দেওয়া যেতে পারে।

৪. ব্যায়াম ও মানসিক উদ্দীপনা: বাইরে বেরোনোর সুযোগ কমে যাওয়ায় পোষ্যরা অনেক সময় বিষণ্ণ হয়ে পড়ে। ঘরের মধ্যেই তাদের খেলনা দিয়ে খেলতে দিন, তাদের সঙ্গে সময় কাটান। ইনডোর গেম বা ট্রিক শেখানোর মাধ্যমে মানসিক উদ্দীপনা বাড়ানো যায়।

৫. পোকামাকড় থেকে সুরক্ষা: বর্ষাকালে ফ্লি, টিক, মশার উপদ্রব বাড়ে। তাই নিয়মিত অ্যান্টি-ফ্লি স্প্রে বা মেডিকেটেড পাউডার ব্যবহার করুন। প্রয়োজন হলে ভেটেরিনারির থেকে ওষুধ নিন।

৬. ভ্যাকসিন ও স্বাস্থ্যপরীক্ষা: বর্ষা আসার আগে বা বর্ষাকালে পোষ্যর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নিন। ভ্যাকসিন আপডেট আছে কিনা দেখে নিন।

৭. ভালোবাসা দিন: সবচেয়ে বড় বিষয়, এই সময় তাদের বেশি করে ভালোবাসা, সময় ও সাহচর্য দিন। কারণ আবহাওয়ার বদলে তারাও অস্বস্তিতে থাকে। আপনার উপস্থিতিই তাদের সান্ত্বনা দেয়।

এই সহজ অথচ প্রয়োজনীয় যত্নের মাধ্যমে আপনার প্রিয় পোষ্য বর্ষাকাল কাটাতে পারবে সুস্থ ও আনন্দে।