পারফেক্ট চুমু কীভাবে সম্ভব? ফলো করুন এসব টিপস

চুমু ছাড়া কি লভ বা সেক্সের খেলায় জিততে পারবেন?

| Updated on: Dec 01, 2020 | 8:10 AM
লভ সেক্স অউর... না! ধোঁকা নয়। যদি বলা হয় কিস (kiss)? হ্যাঁ, চুমু। আপনি ঠিকই পড়ছেন। চুমু ছাড়া কি লভ বা সেক্সের খেলায় জিততে পারবেন?

লভ সেক্স অউর... না! ধোঁকা নয়। যদি বলা হয় কিস (kiss)? হ্যাঁ, চুমু। আপনি ঠিকই পড়ছেন। চুমু ছাড়া কি লভ বা সেক্সের খেলায় জিততে পারবেন?

1 / 7
প্যাশনেট চুমুই (better kisser) তো গেম চেঞ্জার হতে পারে। পার্টনারের সঙ্গে প্রথম ফিজিক্যাল কনট্যাক্ট তো চুমু হতেই পারে।

প্যাশনেট চুমুই (better kisser) তো গেম চেঞ্জার হতে পারে। পার্টনারের সঙ্গে প্রথম ফিজিক্যাল কনট্যাক্ট তো চুমু হতেই পারে।

2 / 7
আপনাকে বলিউডের ইমরান হাশমি হতে বলা হচ্ছে না। কিন্তু পারফেক্ট চুমুর কদর আছে, এ কথা অস্বীকার করতে পারবেন না। চুমু পারফেক্ট করতে কয়েকটা সহজ টিপস ফলো করতে পারেন। আদৌ ফল পেলেন কিনা, জানাতে পারেন আমাদের।

আপনাকে বলিউডের ইমরান হাশমি হতে বলা হচ্ছে না। কিন্তু পারফেক্ট চুমুর কদর আছে, এ কথা অস্বীকার করতে পারবেন না। চুমু পারফেক্ট করতে কয়েকটা সহজ টিপস ফলো করতে পারেন। আদৌ ফল পেলেন কিনা, জানাতে পারেন আমাদের।

3 / 7
ফাটা ঠোঁটের চুমু কিন্তু খারাপ ইমপ্রেশন তৈরি করবে। সুতরাং প্রথমেই ঠোঁটের যত্ন নিন। আহা! বেশি কিছু নয়। ঠোঁট ময়শ্চার রাখুন। লিপ বাম ব্যবহার করতে পারেন। চুমু খেতে গিয়ে ঠোঁটের মরা কোষ উঠতে শুরু করলে কিন্তু ইমেজের বারোটা বেজে যাবে।

ফাটা ঠোঁটের চুমু কিন্তু খারাপ ইমপ্রেশন তৈরি করবে। সুতরাং প্রথমেই ঠোঁটের যত্ন নিন। আহা! বেশি কিছু নয়। ঠোঁট ময়শ্চার রাখুন। লিপ বাম ব্যবহার করতে পারেন। চুমু খেতে গিয়ে ঠোঁটের মরা কোষ উঠতে শুরু করলে কিন্তু ইমেজের বারোটা বেজে যাবে।

4 / 7
যদি হঠাৎ করেই চুমু খাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই টিপস হয়তো আপনার কাজে লাগবে না। কিন্তু প্ল্যানড চুমু হলে অবশ্যই মেনটেন করুন। মুখে খারাপ গন্ধ হতে পারে, এমন কোনও খাবার চুমু খাওয়ার আগে না খাওয়াই ভাল। পেঁয়াজ, রসুন, কফির মতো খাবার এবং পানীয় চুমু খাওয়ার আগে অ্যাভয়েড করুন।

যদি হঠাৎ করেই চুমু খাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই টিপস হয়তো আপনার কাজে লাগবে না। কিন্তু প্ল্যানড চুমু হলে অবশ্যই মেনটেন করুন। মুখে খারাপ গন্ধ হতে পারে, এমন কোনও খাবার চুমু খাওয়ার আগে না খাওয়াই ভাল। পেঁয়াজ, রসুন, কফির মতো খাবার এবং পানীয় চুমু খাওয়ার আগে অ্যাভয়েড করুন।

5 / 7
দেখুন, চুমু খাওয়ার পরিস্থিতি তো হাত গুণে তৈরি হয় না! ফলে সঙ্গে মিন্ট জাতীয় কিছু রাখতে পারেন। মুখের খারাপ গন্ধ এড়াতে লবঙ্গ, মৌরীর মতো মুখশুদ্ধিও সঙ্গে রাখতে পারেন।

দেখুন, চুমু খাওয়ার পরিস্থিতি তো হাত গুণে তৈরি হয় না! ফলে সঙ্গে মিন্ট জাতীয় কিছু রাখতে পারেন। মুখের খারাপ গন্ধ এড়াতে লবঙ্গ, মৌরীর মতো মুখশুদ্ধিও সঙ্গে রাখতে পারেন।

6 / 7
ঠোঁট বা মুখের ভিতর কোনও ঘা বা অ্যালার্জি জাতীয় সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত তা মিটিয়ে ফেলুন। কারণ আপনার ইনফেকশন চুমুর মাধ্যমে পার্টনারকেও বিপদে ফেলতে পারে।

ঠোঁট বা মুখের ভিতর কোনও ঘা বা অ্যালার্জি জাতীয় সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত তা মিটিয়ে ফেলুন। কারণ আপনার ইনফেকশন চুমুর মাধ্যমে পার্টনারকেও বিপদে ফেলতে পারে।

7 / 7
Follow Us: