যদি হঠাৎ করেই চুমু খাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই টিপস হয়তো আপনার কাজে লাগবে না। কিন্তু প্ল্যানড চুমু হলে অবশ্যই মেনটেন করুন। মুখে খারাপ গন্ধ হতে পারে, এমন কোনও খাবার চুমু খাওয়ার আগে না খাওয়াই ভাল। পেঁয়াজ, রসুন, কফির মতো খাবার এবং পানীয় চুমু খাওয়ার আগে অ্যাভয়েড করুন।