পর্যটকদের আগমন জানাতে তৈরি কাশ্মীর সরকার। বাদামওয়াড়ি গার্ডেন, শিকারা ভ্রমণ, টিউলিপ গার্ডেন ঘুরতে যাওয়ার শখ থাকলে এখনিই প্ল্যান করে ফেলুন।
সংবাদসংস্থা এ এন এই কে টুরিজম ডিরেক্টর গুলম নবি জানান,”পর্যটকদের জন্য বিভিন্নরকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পর্যটকরা যাতে স্থানীয় রীতি রেওয়াজ পুরোদস্তুর উপভোগ করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। ” কিছুদিন আগেই জম্মু কাশ্মীর টুরিজমের পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যে রোড শোয়ের আয়োজন করে।
পুনে, কলকাতা, ব্যাঙ্গালোর, জয়পুরে হয় সেই রোড শো। জয়পুর থেকে আসা এক পর্যটক বলেন কাশ্মীরের মনোরম আবহাওয়া সত্যিই উপভোগ করছেন তিনি সঙ্গে শিকারা ভ্রমণ খুবই আনন্দদায়ক। ওয়ালি মহম্মদ শিকারা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের তিনি খুবই আশাবাদী যে এই বছর প্রচুর মানুষ আসবেন কাশ্মীরে ছুটি কাটাতে। ডাল লেকে শোভা পর্যটকদের কাছে ভীষণই আকর্যণের। সারা পৃথিবীর মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত কাশ্মীর।